TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কৌশলে অগ্নিনিরাপত্তা এড়াচ্ছেন লন্ডনের বিল্ডাররা

গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনার পরও অগ্নিনিরাপত্তাবিধি এড়াতে বিল্ডাররা বিশেষ কৌশল নিচ্ছেন বলে সতর্ক করেছে লন্ডন ফায়ার ব্রিগেড। বিল্ডারদের এই চতুর প্রচেষ্টাকে বলা হচ্ছে ‘গেমিং সিস্টেম’।

 

সংস্থাটির ডেপুটি কমিশনার পল জেগিংস বলেন, শহরে হাজারেরও বেশি ভবন নির্মাণ হয়েছে যেগুলো ইচ্ছাকৃতভাবে অগ্নিনিরাপত্তা বিধি এড়িয়ে ডিজাইন করা হয়েছে। তাদের ব্লকের ডিজাইন ১৮ মিটারের কম, যা হাই রাইজ ভবনের থ্রেশহোল্ডের নিচে।

 

২০১৭ সালের জুন মাসে গ্রেনফেল টাওয়ারের আগুন লাগলে ৭২ জনের মৃত্যু হয়। এরমধ্যে দুজন ব্রিটিশ বাংলাদেশিও ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার চার বছর পরও ভবনের আগ্নিনিরাপত্তা নিয়ে কেন এই ছেলেখেলা, তা উঠে আসে বিবিসি নিউজনাইটে।

 

এসময় জেনিংস বলেন, আমাদের কাছে এমন উদাহরণ আছে যেখানে লোকেরা ইচ্ছাকৃতভাবে ১৮ মিটার থ্রেশহোল্ডের নিচে তাদের ছয় তলা বিল্ডিং ডিজাইন করেছে। কারণ তারা জানে যদি তারা সেই থ্রেশহোল্ডে পৌঁছায় তবে আরও জটিল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বানাতে হবে।

 

এছাড়া রাজধানীর নতুন ভবনগুলো নির্মাণের পদ্ধতিটিকে এক ধরনের ‘খেলার কৌশল’ বা গেমিং সিস্টেম হিসেবে বর্ণনা করেন তিনি। 

দুই সপ্তাহ আগে লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, গ্রেনফেল টাওয়ার দুর্ঘটনা তদন্তের প্রেক্ষিতে যে সুপারিশগুলো এসেছে সেগুলোর মধ্যে তিনটি ছাড়া বাকি সব ২০২২ সালের মধ্যে কার্যকর হবে।

 

 

১৩ নভেম্বর ২০২১

এনএইচ

আরো পড়ুন

ইস্ট লন্ডন থেকে ১২ বছরের ইয়াফি নিখোঁজ, পুলিশ ও পরিবারের উদ্বেগ বাড়ছে

যুক্তরাজ্য-ফ্রান্সে ’ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তিঃ ফ্রান্সে ফেরত যাবে অবৈধ প্রবেশকারীরা

টিউলিপ সিদ্দিকের খালার মৃত্যুদণ্ডঃ ছাত্র আন্দোলনে হত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনার ফাঁসির ঘোষণা

নিউজ ডেস্ক