25.5 C
London
August 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদঃ পরিবেশবান্ধব স্থাপত্যের বিশ্বমানের উদাহরণ

ইংল্যান্ডের ক্যামব্রিজে অবস্থিত ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ আধুনিক স্থাপত্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনন্য সমন্বয়। মসজিদের নকশা ও নির্মাণে প্রাকৃতিক উপকরণ, জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা এবং পরিবেশ সচেতনতার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মসজিদটি বিদ্যুৎ উৎপাদনে সূর্যের আলো ও সোলার প্যানেলের ব্যবহারকে কেন্দ্র করেছে, পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানির অপচয় রোধ করছে। বায়ু চলাচলের জন্য রাখা হয়েছে প্রাকৃতিক বাতাস প্রবাহের ব্যবস্থা, যা গ্রীষ্মে শীতলতা এবং শীতে উষ্ণতা বজায় রাখতে সহায়তা করে।

ইটের পরিবর্তে স্থাপত্যে ব্যবহার করা হয়েছে ১৬টি বিশাল গাছের কলাম, যা ছাদের কাঠামোকে ধরে রেখেছে। উপরের অংশে বাঁশ, কাঠ এবং মার্বেলের মনোমুগ্ধকর সংমিশ্রণ স্থানটিকে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও দৃঢ়তা।

একসাথে এক হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, কনফারেন্স হল, ছোট ক্যাফে, শিশুদের খেলার জায়গা এবং প্রশিক্ষণ কেন্দ্র—সবকিছুই রয়েছে একই স্থাপনায়।

ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ শুধু একটি উপাসনালয় নয়; এটি ইসলামিক শিক্ষা, পর্যটন ও পরিবেশ সচেতনতার কেন্দ্র হিসেবেও সমানভাবে পরিচিত। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে এটি ইউরোপে পরিবেশবান্ধব স্থাপত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৫ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে পেশাদার কর্মীরাও শ্রেণীবৈষম্যের শিকারঃগবেষণা

হোম অফিসের কাছে ‘বর্ণবাদী’ ভিসা রুট বাতিল করার আহ্বান

যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অভিবাসী পাচার, ব্রিটিশ আদালতে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক