21.7 C
London
April 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ক্রিপ্টো কারেন্সি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে এইচএমআরসি

যুক্তরাজ্যে ক্রিপ্টো কারেন্সির ব্যবসার ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে এইচএমআরসি এই সেক্টরকে করের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে। শুল্ক ও কাস্টমস বিভাগ জানিয়েছে ২০২২ ও ২০২৩ অর্থবছরে স্ব-মূল্যায়ন কর রিটার্ন ক্রিপ্টো কারেন্সি ব্যবসায়ীদের রিটার্নটি সম্পন্ন করতে হবে। নতুবা যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের জরিমানার সম্মুখীন হওয়া লাগতে পারে।

ক্রিপ্টো কারেন্সি ব্যবসার যেসব কারণে ব্যক্তি করের আওতায় আসতে পারেন,

-কাজের স্থান হতে ক্রিপ্টো কারেন্সি গ্রহণ করলে,যদি কোনো বাণিজ্যের অংশ হিসাবে ক্রিপ্টো প্রদান করা হয়ে থাকে।

– ক্রিপ্টো সম্পর্কিত ক্রিয়াকলাপে সাথে জড়িত থাকলে এবং তা হতে কিছু আয় হলে।

-ক্রিপ্টো বিক্রি বা বিনিময় করে আর্থিকভাবে লাভবান হলে। তাছাড়া ক্রিপ্টো সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে এবং ক্রিপ্টোর কর কিভাবে আদায় করা হবে তা জানতে gov.uk ওয়েবসাইট হতে তথ্য যাচাই করার অনুরোধ করা হয়েছে।

ট্যাক্স রিটার্নের শেষ সময় ৩১ জানুয়ারী ২০২৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গ্রাহকরা এই সময়ের ভিতরে তাদের ট্যাক্স রিটার্ন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

গ্রাহক পরিষেবার জন্য এইচএমআরসি’র মহাপরিচালক মের্টল লয়েড বলেন, লোকেরা মাঝে মাঝে ভুলে যায় যে ক্রিপ্টো সম্পর্কিত আয় এবং এর লাভ ট্যাক্স রিটার্নে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সুতরাং এটি গুরুত্বপূর্ণ সময় কারণ স্ব -মূল্যায়নের সময়সীমা মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছে।

এই বিষয়ে সহায়তা পেতে Gov.uk তে ‘স্ব -মূল্যায়নের নিয়ে সহায়তা’ অনুসন্ধান করতে অনুরোধ করা হয়েছে। তাছাড়া
গ্রাহকদের সহায়তার জন্য ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এইচএমআরসি।

সূত্রঃ এইচএমআরসি

এম.কে
১৬ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে হাসপাতালের করিডোরে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন রোগীরা

যুক্তরাজ্য হাউস অব লর্ডসের সদস্য পদ সরিয়ে দেয়া হয়েছে সাবেক উপ-প্রধানমন্ত্রীকে

যুক্তরাজ্যে অ্যাসাইলাম প্রার্থীদের ‘লাইন’ ১০ বছরে বেড়েছে ৯ গুন!

অনলাইন ডেস্ক