হিথ্রো এবং গ্যাটউইক-সহ বেশ কয়েকটি বিমানবন্দরে বড়দিনের জন্য আট দিনের জন্য ধর্মঘটে যাচ্ছে বর্ডার ফোর্সের কর্মীরা। পিসিএস ইউনিয়নের ঘোষণার বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি।
আরও জানা গেছে, ড্রাইভিং টেস্ট পরীক্ষকসহ অন্যান্য খাতের হাজার হাজার বেসামরিক কর্মচারীও এ ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন।
পিসিএসের সাধারণ সম্পাদক মার্ক সার্ওটকা বলেছেন, সরকার এখনই টাকা খরচের জন্য প্রস্তুতি না নিলে এই ধর্মঘট বাড়বে৷ কারণ বাড়ি উষ্ণ রাখারও সামর্থ্য নেই ইউনিয়ন সদস্যদের।
পিসিএস বলেছে, এর সদস্যরা গ্যাটউইক, হিথ্রো, ম্যানচেস্টার, বার্মিংহাম এবং কার্ডিফ বিমানবন্দরের কর্মীরা – যাদের প্রধান দায়িত্ব যুক্তরাজ্যে আগতদের পাসপোর্ট পরীক্ষা করা – ২৩ ডিসেম্বর থেকে নববর্ষের আগের দিন পর্যন্ত আট দিন ধর্মঘট করবে।
এদিকে কর্ম ও পেনশন বিভাগ, হাইওয়ে এজেন্সি এবং ড্রাইভিং পরীক্ষকদের মধ্যে ধর্মঘট ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷
৭ ডিসেম্বর ২০২২
এনএইচ