TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিয়েল ঢাকায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে যান ডা. বিয়েল। এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে খালেদা জিয়া চিকিৎসাধীন। তার স্বাস্থ্য অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ দিতে যুক্তরাজ্য থেকে ডা. বিয়েলকে আনা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

খালেদা জিয়ার চলমান শারীরিক জটিলতা ঘিরে বিএনপির শীর্ষ নেতারা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞের হাতে চিকিৎসা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যার ধারাবাহিকতায় ডা. রিচার্ড বিয়েলের এ আগমনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

চিকিৎসা মূল্যায়ন শেষে তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তার পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসায় নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

কনজারভেটিভ পার্টি পুনরায় ফিরে আসার জন্য লড়াই করতে হবেঃ কেটি বলস

তীব্র শীতে এনএইচএসের পরামর্শঃ ‘মোজা পরে থাকুন, পা তুলে রাখুন’—দেশজুড়ে সতর্কতা জারি

নিউজ ডেস্ক

চীনকে টেক্কা দিতে জি-৭ নেতাদের নতুন পরিকল্পনা