21.5 C
London
August 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গতি সীমা অমান্য ও বাস রুটের চাপঃ লন্ডনের স্যান্ডহার্স্ট রোডে নিরাপত্তা পদক্ষেপ দাবি

দক্ষিণ লন্ডনের ক্যাটফোর্ডের স্যান্ডহার্স্ট রোডে (Sandhurst Road) বাস দুর্ঘটনা বেড়েই চলেছে। গত সাত মাসে এখানে ১০টি বাস দুর্ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন, জরুরি নিরাপত্তা ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।

Freedom of Information (FOI) তথ্য অনুযায়ী, স্যান্ডহার্স্ট ও স্যাংলি রোডে প্রতিদিন প্রায় ৩,৭০০ বাস চলাচল করে। প্রতি ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ বাস এই পথে চলে, যা রাস্তাটির ধারণক্ষমতার জন্য অতিরিক্ত। বাসিন্দাদের দাবি, তাদের রাস্তাটি এত বিপুল সংখ্যক বাসের জন্য তৈরি নয়।

প্রচারণা গ্রুপ সেফার স্যান্ডহার্স্ট অ্যান্ড স্যাংলি (Safer Sandhurst & Sangley) জানিয়েছে, বহু বাসিন্দার গাড়ি ‘হিট-অ্যান্ড-রান’ দুর্ঘটনার শিকার হয়েছে। তাদের গাড়িতে প্রায়ই “সন্দেহজনক লাল রঙের দাগ” দেখা যায়, যা বাসের ধাক্কা থেকে এসেছে বলে ধারণা করা হয়।

TfL (Transport for London) জানিয়েছে, ১ জুলাই ২০২১ থেকে স্যান্ডহার্স্ট ও স্যাংলি রোডে ৮৫টি বাস দুর্ঘটনা ঘটেছে। যদিও বেশিরভাগই ক্ষুদ্র ঘটনা, ২০২২ সালের সেপ্টেম্বরের এক ঘটনায় একজন আহত হয়েছিলেন।

বাসিন্দা অ্যালিসন হাওয়ার্ড বলেন, “TfL-এর তথ্য অনুযায়ী, গত বছর ৩,৬০০ বাস ২০ মাইল জোনে ২৪ মাইলের বেশি গতিতে চলেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ছয়টি বাস গতি সীমা অতিক্রম করছে। আমরা ভয় পাচ্ছি, একসময় এখানে প্রাণহানি ঘটবে।”

তিনি অভিযোগ করেন, বাসের অতিরিক্ত গতি ও ওজনের কারণে বাড়ির দেয়ালে ফাটল ধরছে। “গভীর ভিত্তি ছাড়া এই বাড়িগুলো ক্রমাগত কম্পনে ক্ষতিগ্রস্ত হচ্ছে,” যোগ করেন অ্যালিসন।

TfL স্বীকার করেছে, বাস চালকদের গতি পর্যবেক্ষণের জন্য iBus প্রযুক্তি থাকলেও, গতি সীমা লঙ্ঘন করলে সরাসরি নিয়ন্ত্রণ করা হয় না। গতি অতিক্রমের ডেটা কেবল রেকর্ড হয়, অপারেটরদের ওপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া।

লিউশাম কাউন্সিল (Lewisham Council) জানিয়েছে, তারা বাসিন্দাদের হতাশা বুঝতে পারছে এবং সমস্যার সমাধানে কাজ করছে। ইঞ্জিনিয়াররা স্পিডবাম্পের কার্যকারিতা পরীক্ষা করছেন। এছাড়া প্ল্যান্টার ও স্ট্রিট ফার্নিচার বসিয়ে ট্রাফিক শান্ত করার পাশাপাশি অনিয়মিত পার্কিং নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা চলছে।

TfL-এর হেড অফ বাস পারফরম্যান্স ফিলিপ গেরহার্ড বলেন, “আমরা বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাস অপারেটরদের সাথে কাজ করে নিয়ম ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, শনিবার রাতে এক আহত ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছেছিল।

দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় বাসিন্দারা TfL ও Stagecoach-এর উদাসীনতায় ক্ষুব্ধ। তারা আবারও আহ্বান জানিয়েছেন, দ্রুত নিরাপত্তা পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
০৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

করবিন-সুলতানার নেতৃত্বে নতুন বামঘেঁষা দল গঠনের ঘোষণা, লেবার ছাড়লেন জারা সুলতানা

নিউজ ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  স্টুডেন্ট মর্গেজ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন