8.5 C
London
March 29, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

খুব শিগগিরই ব্যাংকের যেসব শাখা বন্ধ হতে যাচ্ছে

আগস্টের শেষ নাগাত বিভিন্ন ব্যাংকের প্রায় ৯০টি শাখা বন্ধ হতে চলেছে। ফলে ফেস টু ফেস ব্যাংকিং থেকে বঞ্চিত হতে চলেছে বহু ব্রিটিশ।

 

জানা যায়, লয়েডস, এইচএসবিসি, বার্কলেস এবং ন্যাটওয়েস্টের মতো হাই স্ট্রিট ব্যাংকগুলোর এ বছর ৩০০টিরও বেশি শাখা বন্ধ হয়ে যাবে। শাখাগুলো খোলা রাখা বেশি ব্যয়বহুল হয়ে উঠায় সেগুলো বন্ধ করতে হচ্ছে। ব্যাংকের শাখায় স্বশরীরে উপস্থিত হওয়ার বদলে অনলাইন ব্যাংকিং বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ব্রিটিশদের মাঝে।

 

যে তারিখে ব্যাংকের যেসব শাখা বন্ধ হবে তার একটি তালিকা দেওয়া হলো:

 

বার্কলেস
চেস্টার-লে-স্ট্রিট – ১২ আগস্ট
চেস্টারফিল্ড – ১৯ আগস্ট
কর্বি – ১০ আগস্ট
ডানমো – ১৯ আগস্ট
ফেলথাম – ১২ আগস্ট
হবন্ত – ১০ আগস্ট
লংটন – ১৯ আগস্ট
ম্যালডন – ৫ আগস্ট
মিডলটন – ৫ আগস্ট
পিটারবরো – ৫ আগস্ট
পিটার্সফিল্ড – ১২ আগস্ট
প্রেস্টউইচ – ১২ আগস্ট
রাইড – ৪ আগস্ট
সেলবি – ৩ আগস্ট
নির্মলতা – ১৯ আগস্ট
সিডকাপ – ১০ আগস্ট
সাউথগেট চেজ সাইড – ১৮ আগস্ট
ওয়েলস – ১২ আগস্ট

 

লয়েডস
আইলেসবেরি – ২৬ জুলাই
ব্র্যাডফোর্ড – ১১ আগস্ট
চিপিং ক্যামডেন – ১০ আগস্ট
লিন্ডহার্স্ট – ১৪ জুলাই
মার্লো – ১৩ জুলাই
মরিসটন – ৪ আগস্ট
Poulton-Le-Fylde – ৩ আগস্ট
শ্যাঙ্কলিন – ২৬ জুলাই
শ্রুসবারি – ২৮ জুলাই
স্মেথউইক – ১১ আগস্ট
সাউদাম্পটন – ২১ জুলাই
সামারটাউন, অক্সফোর্ড – ২১ জুলাই
টিপট্রি – ২৫ জুলাই
ওয়েস্টহাউটন- ২৭ আগস্ট

 

এইচএসবিসি
বিকনসফিল্ড – ৪ আগস্ট
বোরহামউড – ১৬ আগস্ট
ব্রিয়ারলি হিল – ২৮ জুলাই
কেমব্রিজ – ২১ জুলাই
ইস্ট গ্রিনস্টেড – ২ আগস্ট
এলথাম – ১৮ আগস্ট
ফার্নহাম – ২ আগস্ট
গোল্ডার্স গ্রিন – ১৮ আগস্ট
হ্যামারস্মিথ – ২৮ জুলাই
হারবোর্ন – ১১ আগস্ট
হডেসডন – ৯ আগস্ট
আইলিংটন – ২১ জুলাই
লেল্যান্ড – ১৬ আগস্ট
লন্ডন – ১৯ জুলাই
লন্ডন – ১৯ জুলাই
লন্ডন – ২১ জুলাই
লন্ডনডেরি – ১১ আগস্ট
লিমিংটন -৪ আগস্ট
মনমাউথ – ২৬ জুলাই
ওমাঘ – ১৬ আগস্ট
পেকহাম – ২ আগস্ট
পার্থ- ২৬ জুলাই
সিডকাপ- ৯ আগস্ট
দক্ষিণ কেনসিংটন – ২৬ জুলাই
স্টোমার্কেট – ১৮ আগস্ট
স্ট্রাটফোর্ড – ১৯ জুলাই
রাস্তা- ৪ আগস্ট
থেমে – ৯ আগস্ট
আকফিল্ড – ১১ আগস্ট
ওয়াকিং – ২৮ জুলাই

 

 

ব্যাঙ্ক অব স্কটল্যান্ড
আলনেস – ২৭ জুলাই
ব্রেচিন – ২ আগস্ট
ব্রক্সবার্ন – ৯ আগস্ট
এডিনবার্গ – ১৩ জুলাই
এডিনবার্গ – ১৩ জুলাই
গ্লাসগো – ৯ আগস্ট
ইনারলেইথেন – ৪ আগস্ট
কার্ককুডব্রাইট – ৩ আগস্ট
লকারবি – ৮ আগস্ট
সেলকির্ক – ২৮ আগস্ট
শটস – ১৫ আগস্ট
স্ট্রোমনেস – ১৭ আগস্ট

 

হ্যালিফ্যাক্স
বিকনসফিল্ড – ২৮ জুলাই
কোলভিল – ২২ আগস্ট
ডিভাইসেস – ২৭ জুলাই
মার্গেট – ১৮ জুলাই
মরিসটন – ১৮ জুলাই
পেঙ্গে – ১০ আগস্ট
টোটন – ১৯ জুলাই
ওকিংহাম – ২০ জুলাই
ওরচেস্টার পার্ক – ২০ জুলাই
ইয়াদন – ২৫ জুলাই

ন্যাশনওয়াইড
বিটারনে – ৪ আগস্ট
ধার – ৪ আগস্ট
চেশুন্ট – ১৪ জুলাই
ক্রিকেলউড – ১৮ আগস্ট
গোল্ডার্স গ্রিন – ১৮ আগস্ট
হ্যাম্পস্টেড – ১৮ আগস্ট

 

 

জানা যায়, ব্যাংকের কিছু কার্যক্রম নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে করা যাবে। আপনি যদি ব্যাংক অব স্কটল্যান্ড, এইচএসবিসি বা লয়েডস গ্রাহক হন তবে আপনি পোস্ট অফিসের মাধ্যমে যা করতে পারবেন- নগদ উত্তলোন, জমা করা, আপনার ব্যালেন্স চেক করা এবং একটি চেক জমা করা। আপনি যদি ন্যাশনওয়াইডের গ্রাহক হন তবে কেবল নগদ উত্তলোন ও ব্যালেন্স চেক করতে পারবেন।

 

 

১৪ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

তরুণদের প্রবেশের সুযোগ করতে যুক্তরাজ্য ও ভারতের নতুন চুক্তি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ক্রিসমাসের কারণে পরিবর্তন হতে পারে বেনিফিট প্রদানের তারিখ

যুক্তরাজ্যের স্যালিসবারিতে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত মেয়র