6.6 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধের চেয়ে রোগে মারা যাবে বেশি মানুষ: জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলি হামলায় ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় যুদ্ধের চেয়ে আরও বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ।

জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর মুখপাত্র ডা. মার্গারেট হ্যারিস।

জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে যেখানে প্রায় ১১ লাখের মত মানুষ আশ্রয় সেখানে ডায়রিয়া এবং নিউমোনিয়ার মত শ্বাসযন্ত্রের সংক্রমণ রোগ বিশেষ করে শিশুদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, নভেম্বরের শুরুতে পাঁচ বছর বা তার বেশি বয়সী শিশুদের মধ্যে ডায়রিয়ার ঘটনা স্বাভাবিক মাত্রার তুলনায় ১০০ গুণ বেশি দেখা গেছে।

এসব সাধারণ রোগের জন্যও কোন চিকিৎসা পাওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিশেষ করে শিশুদের অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে এবং মারা যেতে পারে।

এমনকি ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীরাও কোনো চিকিৎসা পাচ্ছেন না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে ফিরিয়ে আনতে না পারলে বোমাবর্ষণ থেকে যতটা মানুষ মারা যেতে দেখছি তার চেয়ে বেশি মানুষ রোগে মারা যেতে দেখব।”

জাতিসংঘের মতে, গাজার উত্তর যে এলাকাটি ইসরায়েলি স্থল আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেখানে মাত্র পাঁচটি হাসপাতাল আংশিকভাবে চালু রয়েছে।

এছাড়া ১১টি হাসপাতালের মধ্যে আটটি দক্ষিণে কাজ করছে। এই হাসপাতালগুলোর মধ্যে শুধুমাত্র গুরুতর ট্রমা কেস বা জটিল অস্ত্রোপচার করার সক্ষমতা আছে।

জাতিসংঘ হিসেব অনুযায়ী, গত সাত সপ্তাহে গাজার ১৮ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
বাস্তুচ্যুত শিশু এবং তাদের পরিবারগুলি বর্তমানে গাজায় বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যেই উপযুক্ত আশ্রয় এবং পোশাকের অভাবে ভুগছে বলে খবরে জানা যায়।

সূত্রঃবিবিসি

এম.কে
২৯ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ অস্ট্রিয়ায়

এক্সিলারেট এনার্জির স্ট্রাটেজিক অ্যাডভাইজর হলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

দঃ আফ্রিকায় পাত্তা পাননি মোদি, রিপোর্টের পর সাইবার আক্রমণ