গাজায় ইসরাইলের অভিযানের কারণে অন্যান্য মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায়ও পশ্চিমা ফাস্ট-ফুড ব্র্যান্ডগুলো বয়কট আন্দোলনের লক্ষ্যবস্তু হয়েছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস ও ইউনিলিভারসহ পশ্চিমা ফাস্ট-ফুড ব্র্যান্ডগুলো।
বুধবার ২০ মার্চ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশিষ্ট এক মুসলিম ব্যবসায়ী প্রতি বছরই তার পরিবার ও বন্ধুদের নিয়ে নানা রেস্টুরেন্টে ইফতার পার্টি করে থাকেন। এই তালিকায় নিয়মিত পশ্চিমা ফাস্ট-ফুড ব্র্যান্ডগুলো থাকতো। কিন্তু এবার তিনি সেসবকে এড়িয়ে চলছেন।
ম্যাকডোনাল্ডস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীকে হাজার হাজার প্যাকেট খাবার বিনামূল্যে দান করেছে। এ ঘোষণার পর থেকেই ঐ মুসলিম ব্যবসায়ী ফাস্ট ফুড ব্রান্ডটি এড়িয়ে চলেন। আল জাজিরাকে তিনি বলেন, ‘এটি সরাসরি বয়কট নয়। বরং ইসরাইলের প্রতি গভীরভাবে অসন্তুষ্ট হওয়ার অনুভূতি।’
তিনি আরো বলেন, ‘আমার গাড়িতে একটি ম্যাকডোনাল্ডের স্টিকার থাকত। কিন্তু যুদ্ধ শুরু হবার পর আমি তা ছিঁড়ে ফেলেছি। আমি যদি ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে গাজায় যেতে পারতাম, আমি তাই করতাম। ইসরাইলিদের হাতে প্রতিদিনই মুসলমানদের হত্যা করা হচ্ছে। যেহেতু আমি সেখানে ব্যক্তিগতভাবে যেতে পারি না, পরবর্তী সেরা জিনিসটি হল ইসরাইলের সাথে সংযুক্ত পণ্যগুলো ব্যবহার না করে আমার সমর্থন দেখানো।’
তিনি জানান, আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করেছিলেন। সেখানে নিয়মিত বয়কটযোগ্য পণ্যগুলোর আপডেট তালিকা পোস্ট করা হতো। তিনি ফরাসি সংস্থা ড্যানোনের বোতলজাত পানি পান করাও বন্ধ করে দিয়েছেন। কারণ, তারা বেশ কয়েকটি ইসরাইলি কোম্পানি এবং স্টার্টআপে বিনিয়োগ করেছে বলে রিপোর্ট বেরিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ইসরাইলের সাথে যুক্ত রয়েছে বলে মনে করা পণ্যগুলো বয়কট করার আহ্বানে লক্ষণীয় প্রভাব ফেলছে।
ম্যাকডোনাল্ডের সিইও ক্রিস কেম্পজিনস্কি বলেছেন, ‘সবচেয়ে স্পষ্ট প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলোতে। যতদিন এ সংঘাত, এ যুদ্ধ চলছে আমরা ব্যবসায় কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারব না।’
এছাড়া বয়কটে ক্ষতিগ্রস্থ ব্রান্ডের তালিকায় রয়েছে ইউনিলিভার এবং কফি চেইন স্টারবাকস। ইউনিলিভার, যারা ডাভ সাবান, বেন অ্যান্ড জেরির আইসক্রিম এবং নর স্টক কিউব উৎপাদন করে।
সউদী আরব, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছে। গাজায় ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য অর্থের প্রতিশ্রুতি দিয়েছে। ইউনিলিভার ইন্দোনেশিয়া নভেম্বরে বলেছিল যে তারা যুদ্ধের জন্য ‘দুঃখিত এবং উদ্বিগ্ন’।
সূত্রঃ আল-জাজিরা
এম.কে
২০ মার্চ ২০২৪