17.3 C
London
November 24, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং পেজ চালু করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়।

ওই পেজে গিয়ে দেখা গেছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি তথ্যের ফ্যাক্ট চেক করা হয়েছে। তার মধ্যে একটি হলো ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি ভুয়া প্রতিবেদন।

এটি ভুয়া জানিয়ে সেখানে বলা হয়েছে, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিএসসিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি

নিয়াজ মোর্শেদকে ছাড়িয়ে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

আপা আপা বলা তানভীরঃ আ. লীগ দ্বারা নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন!