19.2 C
London
July 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গোপনে চলছে অভিবাসী হোটেল কার্যক্রমঃ অপরাধ, পর্নগ্রাফি ও জনতার ক্ষোভে উত্তাল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অভিবাসীদের আশ্রয়দানের নামে গোপনে পরিচালিত হচ্ছে শত শত হোটেল, যেখানে সংঘটিত হচ্ছে ধর্ষণ, চুরি, অশ্লীল ভিডিও ধারণসহ নানা অপরাধ। হোম অফিস নিশ্চিত করেছে, বর্তমানে ৩২,৩৪৫ জন আশ্রয়প্রার্থী হোটেলে এবং আরও ৬৬,৬৮৩ জনকে রাখা হয়েছে বাসা-বাড়িতে। তবে ২২০টিরও বেশি হোটেলের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে আশ্রয়প্রার্থীদের ‘গোপনীয়তা’ রক্ষার অজুহাতে।

নিউক্যাসেল ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্বীকার করেছে, তারা এইসব হোটেলের তথ্য জনসাধারণকে জানাতে পারে না, কারণ হোম অফিস তা আইনগতভাবে নিষিদ্ধ করেছে। অথচ স্থানীয় জনগণ জানে না, তাদের আশেপাশেই চলছে এই গোপন আশ্রয় কেন্দ্র। অনেক এলাকায় স্থানীয়দের ক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে, বিক্ষোভকারীরা হোটেল ঘিরে রেখেছে এবং আগুন লাগানোর হুমকিও দিয়েছে। এর একটি উদাহরণ পাওয়া গেছে সাউথপোর্টে, যেখানে তিন কিশোরী হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জনতা।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, ৭০টি হোটেলে থাকা ৩১২ জন আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে মোট ৭০টি অপরাধমূলক অভিযোগ উঠেছে—এর মধ্যে রয়েছে ধর্ষণ, সহিংসতা এবং ডাকাতি। লন্ডনের থিসল সিটি বারবিকান হোটেলে গত তিন বছরে ৪১ জন বাসিন্দার বিরুদ্ধে দায়ের হয়েছে ৯০টি মামলা।

সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে ব্ল্যাকপুলে, যেখানে একটি হোটেলের ব্যবস্থাপক দাবি করেন যে, তিনি এক সিরিয়ান অভিবাসী ও এক নারীর পর্নোগ্রাফিক ভিডিও ধারণের প্রস্তুতির সাক্ষী হন। ওই অভিবাসী হোটেলের রুমে OnlyFans-এর জন্য ভিডিও বানাচ্ছিলেন, যেখানে ব্যবহার করা হচ্ছিল যৌন খেলনা ও ক্যামেরা সেটআপ।

এই অভিবাসী হাউজিং পরিচালনার দায়িত্বে থাকা তিনটি কোম্পানি—Serco, Clearsprings ও Mears—২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩৮৩ মিলিয়ন পাউন্ড লাভ করেছে। এদের কার্যক্রমের তদারকি করছে হোম অফিস, যারা বলছে—যেসব অভিবাসী নিয়ম লঙ্ঘন করছে, তাদের সহায়তা বাতিল করা হতে পারে।

শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ এই পরিস্থিতির জন্য হোম সেক্রেটারি ইয়েভেট কুপারকে দায়ী করে বলেন, “এই হোটেলগুলো এখন অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। এখানে চলছে অবৈধ কাজ, অপরাধ এবং এখন দেখা যাচ্ছে—নৈতিক অবক্ষয়ও।” তিনি বলেন, “বিলিয়ন পাউন্ড ট্যাক্সদাতাদের অর্থ এমন অপরাধে ব্যবহৃত হওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২২ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের কেয়ার ভিসা নিয়ে হোম অফিসের ব্যর্থতা প্রকাশ

আফগানিস্তানের বিপর্যয় বিশ্বের বৃহত্তম মানবিক সংকট: গর্ডন ব্রাউন

অনলাইন ডেস্ক

কারাবন্দি সারা শরিফের বাবা ‘মনস্টার ম্যানশনে’ স্থানান্তরিত