যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন নাকি ট্রাম্প, এ নিয়ে মার্কিনিদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও আগ্রহের শেষ নেই। এদিকে এই নির্বাচনে ভোট দিয়েছেন গ্রিন কার্ডধারী অনেক প্রবাসী বাংলাদেশিও। অনেকের বেলায় আবার এটিই মার্কিন মুল্লুকে প্রথম ভোট।
নিউইয়র্ক প্রবাসী শামিম আরা বেগম টিভিথ্রিকে বলেন, আমি এবং আমার ছেলে দুই দিন আগেই ভোট দিয়ে এসেছি। বাড়ির কাছেই একটা স্কুলে ভোট গ্রহণ চলছিল কয়েক দিন ধরেই। মনে হচ্ছে এবার জো বাইডেনই জিতবে। কিন্তু বাইরে যাওয়ার সময় দেখলাম অনেক বাসার বাইরে ট্রাম্পের পোস্টার লাগানো।
তার ছেলে অনিক চৌধুরী বলেন, সিটিজেনশিপ পর এবার প্রথম ভোট দিলাম। ভোট দিতে গিয়ে অনেক পরিচিতদের দেখলাম, তারাও ভোট দিতে যাচ্ছিলেন। করোনার কারণে মানুষ সতর্কতা মেনে যাচ্ছেন ভোট কেন্দ্রে। ডেমোক্র্যাটেই ভোট দিয়েছি আশা করছি তারাই জিতবে।
যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবেন সেটা জানতে নির্বাচনের পরে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। তাই এ ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছে।
জানা যায়, করোনাভাইরাস মহামারির কারণে এ বছর অনেক বেশি মানুষ ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আগাম ভোট দিয়েছেন।
ডাকে পাওয়া ভোট গণনা করতে সাধারণত বেশি সময় লাগে। কারণ সেগুলোর স্বাক্ষর, ঠিকানাসহ নানা যাচাই বাছাই করতে অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয়।
আবার কয়েকটি রাজ্য এসব প্রক্রিয়া নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে শুরু করেছে, যাতে ভোটগুলো গণনার কাজ শেষ হয়ে যায়।
৭ নভেম্বর ২০২০
সানজানা ফারিহা, টিভিথ্রি বাংলা
এসএফ / এনএইচ