1.3 C
London
January 8, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

চালকের অবসরের দিনে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক

প্রায় ৪ দশক ধরে যশোর জেলা প্রশাসকদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন চালক হাবিবুর রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে তাকেই বাড়ি পৌঁছে দিয়েছেন বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম।

চালক হাবিবুর রহমানের পৈতৃক বাড়ি যশোরের মিশনপাড়া এলাকায়। দুপুরে বিদায় সংবর্ধনা শেষে জেলা প্রশাসক তাকে কার্যালয় চত্বর থেকে সেখানে পৌঁছে দেন। এসময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ছিলেন চালকের আসনে এবং গাড়ির ভেতরে প্রশাসক সাধারণত যে আসনে বসেন, সেখানে ছিলেন হাবিবুর রহমান।

এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে চালক হাবিবুর রহমান বলেন, ‘‘৪০ বছর ধরে আমি জেলা প্রশাসক স্যারদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। মঙ্গলবার চাকরিজীবনের শেষ দিনে স্যার চালকের আসনে বসে নিজে গাড়ি চালিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। পরিবার ও প্রতিবেশীদের কাছে আমার সম্মান অনেক গুণ বেড়ে গেছে। অধস্তন কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সেটা স্যারকে দেখে সবার শেখা উচিত।’’

অপরদিকে এ ঘটনাকে জীবনের সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করে হাবিবুর রহমানের স্ত্রী শেরিনা পারভীন বলেন, ‘‘আনন্দে আমরা কেঁদে ফেলেছি। আমার স্বামী পরিচ্ছন্ন জীবন যাপন করেন। আমাদের চাওয়া-পাওয়া খুব কম। অল্পতেই আমরা সবাই খুশি।’’

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রসঙ্গে বলেন, “সততা ও নৈতিকতা প্রশ্নে আপসহীনতার যে দৃষ্টান্ত হাবিবুর স্থাপন করেছেন, তা সত্যিই বিরল। তিনি দীর্ঘ চাকরিজীবনে নিজেকে সততা ও কর্মনিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তি ও চাকরিজীবনে হাবিবুর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।”

এম.কে
০২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

আইসিসি’র প্রধান কৌঁসুলি কক্সবাজারে, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

লন্ডনে আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আরও বিপুল সম্পত্তির খোঁজ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ