TV3 BANGLA
আন্তর্জাতিক

জনপ্রিয়তায় ধসঃ দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের রেটিং সর্বনিম্ন ৪০%

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সর্বশেষ রয়টার্স/ইপসোস জরিপে তার অনুমোদনের হার এক শতাংশ কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে দেখা যায়, দেশজুড়ে ট্রাম্পের পারফরম্যান্স নিয়ে তীব্র বিভাজন রয়েছে। রিপাবলিকানদের ৮৩ শতাংশ তাকে সমর্থন করলেও, ডেমোক্র্যাটদের মধ্যে সমর্থনের হার মাত্র তিন শতাংশ এবং স্বাধীন ভোটারদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ।

অর্থনীতি পরিচালনায় অনুমোদন সামান্য বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে, তবে অন্যান্য ক্ষেত্রে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। অভিবাসন নীতিতে অনুমোদনের হার ৪৩ শতাংশ হলেও, মূল ভোটারগোষ্ঠী পুরুষদের মধ্যেও সমর্থন কমেছে। সিবিএস/ইউগভ জরিপে দেখা যায়, দ্বিতীয় মেয়াদে মাত্র ৪৭ শতাংশ পুরুষ ট্রাম্পের কাজকে অনুমোদন করেছেন, যা নির্বাচনের আগে ছিল ৫৪ শতাংশ।

গ্যালাপ জরিপে ট্রাম্পের অনুমোদনের হার আরও কমে ৩৭ শতাংশে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, যেসব ইস্যু একসময় তাকে জনপ্রিয় করেছিল, সেগুলোই এখন তার বিরুদ্ধে কাজ করছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য এটি একটি বড় সংকেত হতে পারে। এদিকে তথাকথিত “এপস্টাইন ফাইলস” ইস্যুতে ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতা নিয়ে দলীয় সমর্থকরাও প্রশ্ন তুলছেন।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
৩১ জুলাই ২০২৫

আরো পড়ুন

ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিনের ‘টয়লেট স্যুটকেস’ রহস্য

দুবাই টুরিস্ট ভিসা নিয়ে ভিক্ষাবৃত্তি

নাগরিকদের ৭২ ঘণ্টার রসদ মজুদের পরামর্শ দিল ইউরোপীয় কমিশন