6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

জাপানে মাস্টার্সের সুযোগ, দ্রুত আবেদন করুন, সময় আছে মাত্র ২ দিন

বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য বৃত্তি দিচ্ছে জাপান। দেশটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস)-এর অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য এ বৃত্তি প্রদান করা হবে।

জাপানের বিশ্ববিদ্যালয়ে দুই বছরের মাস্টার্স ডিগ্রি করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা। পড়ালেখার মাধ্যম ইংরেজি ভাষা। আর এ বৃত্তির জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

বৃত্তির সুযোগ-সুবিধাঃ টিউশন ফিসহ থাকা-খাওয়ার অর্থ প্রদান, যাতায়াতের জন্য বিমান টিকিট, গবেষণার অর্থ, জীবন পরিচালনার জন্য অর্থ এবং স্কলারশিপে জেডিএসের অন্তর্ভুক্ত যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

আবেদনের যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষ হতে হবে। আগামী ১ এপ্রিল, ২০২৫-এ বয়স ৪০-এর কম হতে হবে। আবেদনের সময় অন্তত দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্নাতকসহ ১৬ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকা যাবে না এবং ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণি থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ প্রার্থীকে ৩১ অক্টোবরের মধ্যে ‘জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশ’ বরাবর আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: “ল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫।”

আবেদনের সময়সীমাঃ আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর, ২০২৪ ইং তারিখ ১৭:০০টা (আন্তর্জাতিক সময়) পর্যন্ত আবেদন করতে পারবেন।

এম.কে
২৯ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

মণিপুরের ঘটনায় শিউরে উঠেছেন অক্ষয় কুমার

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

প্রাণী অধিকার কর্মী যুক্তরাষ্ট্রে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, ২০ বছর পর যুক্তরাজ্যে গ্রেপ্তার

নিউজ ডেস্ক