TV3 BANGLA
আন্তর্জাতিক

জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার

জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার। দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি পণ্য রফতানিও কমেছে। এতে সামগ্রিক অর্থনীতির সূচকও নিম্নমুখী।

নতুন বছরেও সুখবর নেই জার্মানির শলৎজ প্রশাসনের কাছে। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেজআগেন্টুয়ার ফুইর আরবাইট এর তথ্য বলছে, নতুন বছরের শুরুতেই জার্মানিতে বেড়েছে বেকারত্বের হার।

সংস্থাটির পরিসংখ্যান বলছে, বেকারদের সংখ্যা এখন ৩০ লাখের কাছাকাছি। যা গেল কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বেশি। সংস্থার এক কর্মকর্তা জানান, ২০২৪ সালের জানুয়ারিতে বেকারত্বের সংখ্যা যেখানে ছিল ১ লাখ ৮৭ হাজার, সেখানে এক বছরের ব্যবধানে তা পৌঁছেছে তিন লাখে। বেকারত্বের হারের এই ঊর্ধ্বগতি জার্মানির অর্থনীতির জন্যও অশুভ সংকেত হয়ে দেখা দিয়েছে।

কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থার তথ্যমতে, বছর শেষে চুক্তিভিত্তিক কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়া এই বেকারত্বের অন্যতম কারণ।

জার্মানির কর্মসংস্থান সমিতির সভাপতি রাইনার ডুলগার বলেন, চাকরির বাজারের এই পরিস্থিতি জার্মানির জন্য লাল সংকেত। সংকট সমাধানে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও বেতন বৈষম্য কমাতে হবে। এছাড়া জ্বালানি খাতে মূল্য না কমানো গেলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। যা দেশটির অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে।

এদিকে জার্মান অর্থনীতির সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক যন্ত্রাংশ ও গাড়ী নির্মাণ শিল্প। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে সেসব পণ্যের রফতানি কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে সবধরণের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির কারণে জার্মানির অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের ছাঁটাই করছে বলেও জানায় কর্মসংস্থান বিশ্লেষকরা।

সূত্রঃ বুন্ডেজআগেন্টুয়ার ফুইর আরবাইট

এম.কে
০১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

স্যোশাল মিডিয়া মানসিক রোগ সৃষ্টিতে ভুমিকা রাখছেঃ গবেষণা

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

মুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেফতার