11.8 C
London
May 3, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

১৬ বছরে আয়ারল্যান্ডে সর্বোচ্চ অভিবাসন

২০০৭ সালের পর গত বছর সবচেয়ে বেশি অভিবাসী এসেছেন আয়ারল্যান্ডে৷ ইউক্রেনীয়দের আগমনের ফলে অভিবাসনের এই চাপ তৈরি হয়েছে দেশটিতে৷

হিসাব বলছে, গত বছরের তুলনায় আয়ারল্যান্ডে অভিবাসনের হার ১.৯ ভাগ বেড়েছে৷ গত এপ্রিল থেকে এ বছর প্রায় ৭৭ হাজার ছয়শ‘ জন অভিবাসী দেশটিতে এসেছেন৷ আগের বছর একই সময়ে ৫১ হাজার সাতশ‘ জন পাড়ি জমান সেখানে৷ ১৯৫১ সালে হিসাব শুরুর পর থেকে কেবল ২০০৭ সালে এর চেয়ে বেশি অভিবাসী এসেছিলেন দেশটিতে৷ সে সময় এক লাখ চার হাজার আটশ‘ জন যুক্ত হন প্রকৃত অভিবাসীর তালিকায়৷

এই নতুন অভিবাসীদের ৪২ হাজার ইউক্রেনীয়৷ জন্মমৃত্যুর হার হিসেবে জনসংখ্যায় যুক্ত হয়েছে নতুন ২০ হাজার জন৷ ফলে এখন আয়ারল্যান্ডের জনসংখ্যা ৫৩ লাখ হয়েছে৷ গত বছর ছিল ৫২ লাখ৷

জনসংখ্যা বাড়ার ফলে চাপ বেড়েছে আবাসনের ওপরও৷ চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বেড়েছে ভাড়া৷ বেড়েছে গৃহহীন মানুষের সংখ্যা৷

কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলছে, আগামীতে অভিবাসনের হার কমতে পারে৷ ফলে শ্রমশক্তির প্রবৃ্দ্ধি আগের প্রাক্কলিত ৩.৪ ভাগ থেকে কমে ১.৬ ভাগ হবে৷ আয়াল্যান্ডে বেকারত্ব দেশটির ইতিহাসে এখন রেকর্ড কম, যা ৪.১ ভাগের কাছাকাছি৷

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

লয়েডস ও হ্যালিফ্যাক্সের অনলাইন সেবা পেতে সমস্যায় গ্রাহকরা

অনলাইন ডেস্ক

ঝড় ক্রিস্টোফের কারণে ব্রিটেনজুড়ে ভয়াবহ বন্যার সম্ভাবনা

পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে অব্যাহতি দিলো চীন