3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

জেনে নিন আপনার অগোচরে কে আপনার ওয়াই-ফাই ব্যবহার করছে

ইন্টারনেটের গতি কমে যাওয়ার অন্যতম কারণ একই রাউটারের একাধিক ব্যবহারকারী। তবে কেও যদি অগোচরে অন্যের ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে, তবে ধরে নিতে হবে সেখানে গতির সাথে সাথে নিরাপত্তা শঙ্কাও আছে।

 

এতে ম্যালওয়্যার ছড়াতে পারে, আবার ওয়াই-ফাইয়ের মাধ্যমে ফাইল শেয়ার করার অপশন চালু থাকলে ব্যক্তিগত তথ্য হ্যাকিং এর সুযোগ থাকে। ভালো খবর হচ্ছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ‘ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার’ নামে ছোট একটি পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে জেনে নিতে পারেন আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক কোন কোন ডিভাইসের সাথে যুক্ত।

 

ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার ব্যবহারের জন্য ইনস্টলের প্রয়োজন নেই। এই লিংক থেকে নামিয়ে (পেজের নিচের দিকে ডাউনলোডের অপশন পাবেন) চালু করলেই সেটি ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করা শুরু করে দেবে। কিছুক্ষণের মধ্যেই একই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের তালিকা দেখা যাবে।

 

সব ঠিকঠাক থাকলে তালিকার সব ডিভাইসের পরিচয় জানা যাবে। তবে একদম অচেনা কোনো ডিভাইস পেলে ওয়াই-ফাই সংযোগের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

 

তবে কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে এটি কোন নাম দেখায় না, সে ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাডাপ্টর নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখে ধারণা পাওয়া যাবে।

 

অ্যাপলের ম্যাক ব্যবহারকারীদের অবশ্য ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার ব্যবহারের সুযোগ নেই। যদিও ‘ল্যানস্ক্যান’ নামের সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, তবে পূর্ণ সুবিধার জন্য ৬ ডলার খরচ করতে হবে। অন্যান্য সফটওয়্যারের বেলায় খরচ আরও বেশি।

 

অবশ্য ম্যাক ব্যবহারকারীরা রাউটারের সেটিংস পেজ থেকেই দেখে নিতে পারেন প্রয়োজনীয় তথ্য। আবার আইফোন থাকলে ‘ফিং’ অ্যাপেও সে তথ্য পাওয়া যায়।

 

১৫ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

রমজানের শুভেচ্ছাবার্তায় বাইডেনের মুখে চীনের উইঘুর এবং মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের কথা

সীমান্তে অভিবাসী সংকটের মূলহোতা পুতিন: পোল্যান্ড

সুইজারল্যান্ডের সমালোচিত অভিবাসন আইন

অনলাইন ডেস্ক