15.6 C
London
September 21, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

টিকটকের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে মার্কিন বোর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে একটি বহুল প্রত্যাশিত চুক্তি। হোয়াইট হাউজ জানিয়েছে, চুক্তি অনুযায়ী টিকটকের অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে মার্কিন কোম্পানিগুলি। পাশাপাশি অ্যাপটির মার্কিন কার্যক্রম তদারকির জন্য সাত সদস্যের বোর্ড গঠন করা হবে, যেখানে ছয়জন হবেন আমেরিকান নাগরিক।

ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমঝোতা যুক্তরাষ্ট্রে তথ্য নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে টিকটকের তথ্য সংগ্রহ ও ব্যবহার পদ্ধতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগ ছিল। বিশেষ করে চীনের হাতে ব্যবহারকারীদের তথ্য চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছিল।

নতুন কাঠামো অনুযায়ী, মার্কিন বোর্ড সদস্যরা সরাসরি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখবেন। বিশেষ করে অ্যালগরিদম নিয়ন্ত্রণের মাধ্যমে কোন ধরনের কনটেন্ট ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করা হবে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব থাকবে। এটি প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, এ চুক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘ আলোচনার ফলাফল। যদিও বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি কার্যকর হলে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাবে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ চীন-মার্কিন প্রযুক্তি প্রতিযোগিতার নতুন অধ্যায় সূচনা করবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ৪ শিক্ষাবৃত্তি, একাডেমিক রেকর্ড থাকলে আবেদন

ভুতের সঙ্গে বিয়ে ও পরে বিচ্ছেদ

হজ করতে ১ বছর ধরে হাঁটলেন এক যুবক