17 C
London
July 23, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

টুইটারের নতুন সংকট: সব অফিস বন্ধ

কর্মী ছাঁটাইয়ের খবরে বড় সংকটের মধ্যে নতুন করে আবারও সংকট সৃষ্টি হয়েছে টুইটারে। আর এমন অবস্থায় সব অফিস সাময়িক বন্ধ ঘোষণা করেছে টুইটার।

শুক্রবার (১৮ নভেম্বর) কর্মীদের প্রতি পাঠানো এক বার্তায় তাৎক্ষণিকভাবে অফিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছে টুইটার। আগামী সোমবার অফিসগুলো আবার চালু হতে পারে।

 

টুইটার কেনা থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্তের কারণে আলোচনায় আছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

 

সবশেষ তিনি প্রতিষ্ঠানটির কর্মীদের শর্ত দেন, দীর্ঘ সময় মন দিয়ে কাজ করো, না হলে চাকরি ছেড়ে দাও। সেই শর্ত পূরণের শেষ সময় ছিল বৃহস্পতিবার। কয়েকশ’ কর্মী তার শর্তে রাজি না হওয়ায় অফিস বন্ধের সিদ্ধান্ত জানাল টুইটার।

 

কর্মীদের পাঠানো বার্তায় প্রতিষ্ঠানের স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম কিংবা অন্যত্র আলোচনা থেকে বিরত থাকার কথা বলা হয়।

 

চলতি মাসের শুরুর দিকে টুইটার জানিয়েছিল, কোম্পানিটি তার শ্রমশক্তির প্রায় অর্ধেক ছাঁটাই করবে।

 

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার পর গত মাসে কোম্পানিটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন।

 

১৮ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্কুলবাসের লাগেজ বাক্সে অভিবাসী

যুক্তরাজ্যে অর্থনৈতিক টানাপোড়েন, বাড়ছে নগদ লেনদেনের ব্যবহার

World Cup 🏆 Cricket 🏏, live with the Trophy