ডাউনিং স্ট্রিট জানিয়েছে, স্যার কিয়ার স্টারমার বিশ্বাস করেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লন্ডন মেয়র সাদিক খানের সমালোচনা ভুল। এই মন্তব্য আসে এমন এক দিনে যখন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছিল।
ট্রাম্প সম্প্রতি পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খানকে “বিপর্যয়” এবং “ঘৃণ্য” হিসেবে অভিহিত করেছেন। এর উত্তরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “এসব মন্তব্য ভুল।”
প্রেস সচিব আরও বলেন, “লন্ডনের মেয়র চমৎকার কাজ করছেন—প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি স্কুল মিল সরবরাহ, বিশ্বের বৃহত্তম ক্লিন এয়ার জোনের মাধ্যমে বাতাস পরিচ্ছন্ন করা এবং রেকর্ড সংখ্যক কাউন্সিল হাউস নির্মাণ শুরু। প্রধানমন্ত্রী মেয়রের কাজের রেকর্ড নিয়ে গর্বিত এবং তাকে একজন সহকর্মী ও বন্ধু হিসেবে পেয়ে গর্বিত।”
ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে সাদিক খান নির্বাচিত হয়েছেন “কারণ অনেক ইমিগ্র্যান্ট লন্ডনে এসেছে। যার প্রতিক্রিয়ায় সাদিক খান বলেছেন, প্রেসিডেন্ট ট্র্যাম্প তার প্রতি “অসংলগ্ন” আচরণ করেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড সংখ্যক মানুষ লন্ডনে আসছে কারণ লন্ডন শহরের উদার মূল্যবোধ ট্রাম্পের নীতির বিপরীত।
লিবারাল ডেমোক্র্যাট নেতা স্যার এড ড্যাভি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, ট্রাম্পকে স্পষ্টভাবে বলতে হবে যে “আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়,” যা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে সম্পর্কিত।
সূত্রঃ বিবিসি
এম.কে

