TV3 BANGLA
আন্তর্জাতিক

ডুবে যাচ্ছে ইন্দোনেশিয়া!

ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করল সে দেশের প্রশাসন। ২০২৪ সালের ১৭ অগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে। ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাকার্তা থেকে ২,০০০ কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়ে গিয়েছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে।

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। তা ছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে শহরটি। পরিস্থিতি এমনই যে, আশঙ্কা করা হচ্ছে যে, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

ইতিমধ্যেই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’।

তবে পরিবেশবিদদের আশঙ্কা, বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে বহু গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী।

আরো পড়ুন

ইতিহাস সৃষ্টি করে সিরিয়ান শরনার্থী হলেন জার্মানির মেয়র

বছরে দুই লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইটালির

নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ইলন মাস্ক, জার্মান সরকারের অভিযোগ