তাপমাত্রা বেড়ে চলেছে যুক্তরাজ্যে। আর তার প্রমাণ দিলেন বিবিসির এক সংবাদ উপস্থাপক। হাফ প্যান্ট ও ডেক জুতা পরেই সংবাদ পাঠ করলেন তিনি। সামনে ডেস্ক থাকার পরও, এক পাশ থেকে তাক করা ক্যামেরায় ধরা পরে গেলেন দর্শকদের চোখে।
বুধবার (২ জুন) রাতে কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণ সংক্রান্ত আপডেট এবং ইসরায়েলের রাজনৈতিক পটপরিবর্তনের সংবাদ পাঠ করতে এসে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন শন লেই নামের ওই সংবাদ উপস্থাপক। এই দিনটিকে বলা হচ্ছে, এ বছর এখন পর্যন্ত যুক্তরাজ্যের উষ্ণতম দিন। এদিন লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর গড় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি।
Wow. The BBC's clothing allowance has clearly taken a hit. Late-night presenter Shaun Ley appears to be wearing shorts. What next? Fiona Bruce doing question time in a bikini? Harumph. Harumph. pic.twitter.com/x7huiIDs0V
— Ken McNab (@beatleken) May 27, 2021
সংবাদ পাঠকের এমন কীর্তিতে মজা পেয়েছেন অনেক দর্শক। হাফপ্যান্ট পরে সংবাদ উপস্থাপনের ফ্রেমটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেকেকরছেনই। সঙ্গে লেখেন মজার মজার কথা।
Is BBC news reader Shaun Ley keeping his cool by wearing shorts? And if so, were viewers meant to find out? #bbcnews pic.twitter.com/hzy4euQRY6
— Massimo Pini (@massimopini) June 1, 2021
৩৪ বছর বয়সী জাস্টিনা টোসান দ্য সানকে বলেন, দৃশ্যটি দেখার পর আমি চিৎকার দিয়ে হেসে উঠেছি। একের পর এক হতাশাজনক সংবাদ পাঠের এক পর্যায়ে আমি খেয়াল করি তিনি কোনো ট্রাউজার পরেননি। তার দেহের উপরের অংশটি দেখতে ব্যাংক ম্যানেজারদের মতো, কিন্তু নিচের অংশ দেখে তাকে মনে হচ্ছিল হলিডেমেকার।
৪ জুন ২০২১
এনএইচ