5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ডোভারে দীর্ঘ জ্যামে যাত্রীদের বেহাল দশা

টানা দুইদিন যাবৎ ডোভার বন্দরে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে ফ্রান্সে যাওয়া যাত্রীদের চার ঘণ্টার সম্ভাব্য বিলম্ব সম্পর্কে সতর্ক করা হয়েছে।

 

বন্দর দিয়ে যাওয়া প্রায় ১০ হাজার গাড়ির ব্যবস্থা শনিবার নাগাদ হবে বলে আশা করা হচ্ছে৷

 

পিএ্যান্ডও ফেরিগুলো ভ্রমণকারীদের সমস্ত নিরাপত্তা এবং ফরাসি সীমান্ত চেক করার জন্য কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় দেয়ার কথা বলেছিল।

 

কেন্টের কর্মকর্তারা একটি বড় যানজটের ঘোষণা করেছেন। প্রায় ৩ হাজার লরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

 

বিবিসির সাইমন জোনস বলেছেন, শনিবার সকালে গাড়িগুলি রুটের শেষ মাইল ভ্রমণ করতে দুই ঘণ্টা এবং বোর্ডিং করার আগে ফরাসি পাসপোর্ট নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে আরও কয়েক ঘণ্টা সময় নিচ্ছে। ডোভার বন্দর বলেছে যে ১৩ হাজার যাত্রী ফেরিতে রওনা হয়েছে।

 

পিএ্যান্ডও ফেরি যাত্রীদের ভারী ট্রাফিকের মধ্যে অতিরিক্ত পানি এবং স্ন্যাকস নিয়ে আসার পরামর্শ দিয়েছে।

 

লোকেস্টোনের ইউরোটানেলের দিকে যাত্রা করা যাত্রীদেরও বিলম্বের কথা জানানো হচ্ছে।

 

ডোভার বন্দর এবং যুক্তরাজ্যের সরকার বিলম্বের জন্য ফ্রান্সকে দায়ী করে বলেছে, তাদের পর্যাপ্ত সীমান্ত কর্মী নেই।

 

ফরেন সেক্রেটারি লিজ ট্রাস বলেছেন, এই বিলম্ব ‘অগ্রহণযোগ্য’ এবং পরিস্থিতি ‘সম্পূর্ণভাবে পরিহারযোগ্য’ ছিল। ফ্রান্সকে সীমান্তে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

 

২৩ জুলাই ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

যুক্তরাজ্যের বীমা বাজারে জালিয়াতি, আসছে নতুন ক্র‍্যাকডাউন

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পূর্ব ইউরোপে সৈন্য পাঠাবে যুক্তরাজ্য: বরিস জনসন

অনলাইন ডেস্ক

আইন করেও কমানো যাচ্ছে না শরনার্থীদের অবৈধ প্রবেশ