TV3 BANGLA
বাকি বিশ্ব

তুরস্কের গণমাধ্যমে মোজোর গুণগান

সম্প্রতি তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ‘ইয়েনি সাফাক’ এ তুলে ধরা হয়েছে ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’।

নিসা নুর ক্যাভসোগলু নামের একজন রিপোর্টার তার রিপোর্টে জানান, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে। বিক্রীত প্রতি বোতলের জন্য ১ টাকা ডোনেট করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত ৯ মিলিয়ন টার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো।

উল্লেখ্য যে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজো-ই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে আসে এবং ‘মোজো সার্পোট প্যালেস্টাইন’ নামে ক্যাম্পেইন লঞ্চ করে। মানবতার জন্য করা এই ক্যাম্পেইনটি ফিলিস্তিন, তুরস্কসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ ক্যাম্পেইনটি এখন চলমান রয়েছে।

সূত্রঃ ইয়েনি সাফাক

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

দেড় বছর পর সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া

কেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বললেন মন্ত্রী রাজনাথ সিং

বিজ্ঞানী-উদ্ভাবকসহ আরও যাদের নাগরিকত্ব দেবে সৌদি আরব