যুক্তরাজ্যে ডাউনিং স্ট্রিটের পরিচ্ছন্নতা ও ক্যাটারিং কর্মীরা বেতন ও কর্মপরিবেশের উন্নতির দাবিতে এক মাসব্যাপী অবিরাম ধর্মঘট শুরু করতে যাচ্ছেন। বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।
এই ধর্মঘট ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে এবং এটি একটি বৃহত্তর আন্দোলনের সম্প্রসারণ বলে ধারনা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের ক্ষোভ এবার ১০ নং ডাউনিং স্ট্রিট এবং ক্যাবিনেট অফিস পর্যন্ত বিস্তৃত হল।
সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস (PCS) ইউনিয়ন বেতন বৃদ্ধি এবং ছুটির সুবিধার মতো বিষয়গুলির উন্নতি চাইছে। পাশাপাশি, তারা বর্তমান লেবার সরকারকে বোঝানোর চেষ্টা করছে যেন আউটসোর্সিং কোম্পানির অধীনে কর্মরত কর্মীদের সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়।
এই কর্মীরা সুবিধা প্রদানকারী সংস্থা ISS-এর অধীনে স্থায়ীভাবে কাজ করেন। PCS-এর দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে, তবে ক্যাবিনেট অফিস বলছে এটি ISS-এর বিষয়।
এক মাসব্যাপী এই ধর্মঘটে নং ১০ এবং ক্যাবিনেট অফিসের পাশাপাশি এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো দপ্তর, শিক্ষা দপ্তর, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি দপ্তর এবং ব্যবসা ও বাণিজ্য দপ্তরের কর্মীরাও অংশ নেবেন। ধর্মঘট চলাকালীন তাদের বেতন PCS ইউনিয়ন বহন করবে।
১০ নং ডাউনিং স্ট্রিটের পরিচ্ছন্নতা কর্মীদের অংশগ্রহণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ বরিস জনসনের প্রধানমন্ত্রিত্বের সময় নং ১০-এ লকডাউন লঙ্ঘনকারী পার্টির ঘটনাগুলোতে তাদের ভূমিকা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল।
একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক পার্টির পর পরিচ্ছন্নতা কর্মীদের লাল ওয়াইন পরিষ্কার করতে হতো এবং পরিচ্ছন্নতা কর্মচারীদের প্রতি অসম্মানজনক আচরণের একাধিক উদাহরণ পাওয়া গিয়েছে।
কিছু দপ্তরের কর্মীরা অক্টোবর থেকে মাঝে মাঝে ধর্মঘটে ছিলেন, কিন্তু PCS-এর নতুন ভোটের পর এটি আরও সম্প্রসারিত হচ্ছে। যদিও অফিসগুলোর সামনে পিকেটিং থাকবে তবে অসন্তোষের অংশ নয় এমন সিভিল সার্ভেন্ট ও মন্ত্রীরা তা অতিক্রম করতে পারবেন।
শুধু বেতন ও শর্তাবলীর বিষয় নয়, PCS সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী ধীরে ধীরে ক্লিনিং, ক্যাটারিং ও সিকিউরিটি কাজের আউটসোর্সিং বন্ধ করার আহ্বান জানাচ্ছে।
PCS বলছে, চলমান ধর্মঘটের একটি সমঝোতা প্রস্তাব ক্যাবিনেট অফিসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে এটি কয়েক মাস ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে।
ক্যাবিনেট অফিস এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, এটি ISS বা অন্যান্য আউটসোর্সিং কোম্পানিগুলোর সঙ্গে ইউনিয়নের আলোচনার বিষয়। তারা আরও জানিয়েছে, এই চুক্তিগুলো নির্দিষ্ট দপ্তরের আওতায় নয়, বরং ক্যাবিনেট অফিসের একটি শাখা, গভর্নমেন্ট প্রপার্টি এজেন্সি দ্বারা পরিচালিত হয়।
PCS-এর এক কর্মকর্তা জানিয়েছেন, PCS এবং অন্যান্য আউটসোর্সিং সংস্থাগুলোর (যেমন G4S ও OCS) সঙ্গে বর্তমান চুক্তিগুলো তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তাই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা শীঘ্রই শুরু করা দরকার।
যদিও ISS-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
১৪ ফেব্রুয়ারি ২০২৫