4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

দুই গ্রুপের সংঘর্ষের পর ইডেন কলেজ বন্ধ, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পর এবার ইডেন কলেজ এবং হোস্টেলগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মার্কিং করে শিক্ষার্থীদের এ তথ্য জানায়।

 

কলেজ সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করারও নির্দেশ দেয়া হয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

 

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে।

 

এ প্রসঙ্গে বঙ্গমাতা হলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার গণমাধ্যমকে জানান, পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। বন্ধের সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।

 

এদিকে গত কয়েকদিনের ঘটনায় বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী ও তাদের বিরুদ্ধে আন্দোলনকারী উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়েছে। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিরুদ্ধে সিট-বাণিজ্য, চাঁদাবাজি, মেয়েদের অনৈতিক প্রস্তাব প্রদানসহ বিস্তর অভিযোগ রয়েছে। যার কারণে আন্দোলন করেছে একটি গ্রুপ। কিন্তু রোববার রাতে সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আন্দোলনকারীদেরই শুধু স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

২৭ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে চিকিৎসা সেবায় জড়িতরা মানসিকভাবে বিপর্যস্ত

রাজকীয় দায়িত্বে ফিরলেন রানি

নিউজ ডেস্ক

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯ নম্বরে শেখ হাসিনা