TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

দুবাই থেকে আসা চট্টগ্রামের ফ্লাইট সিলেটে অবতরণ

ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

জানা যায়, শনিবার (১২ ডিসেম্বর) সকাল আটটার দিকে বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিল। কুয়াশার কারণে অপেক্ষায় থাকা তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল। সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে। কুয়াশা কেটে গেলে বেলা সোয়া ১১টায় দুবাইয়ের ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে। এখানেই কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন হবে যাত্রীদের।

শনিবার সকাল ১০টা ৪২ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ার পর প্রথম অবতরণ করে ঢাকা থেকে আসা বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ফ্লাইট আসতে থাকে।

এদিকে ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে জাহাজ আনা-নেওয়ায় বিঘ্ন ঘটেছে।

 

১২ ডিসেম্বর ২০২০
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বিদেশী ছাত্রদের বড় সুখবর দিলো কানাডা

যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোয় একই পণ্য ভিন্ন দামে বিক্রি!

নিউজ ডেস্ক

এক ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে