16.4 C
London
September 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল পৌনে ৫টা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

উল্লেখ্য, আজ দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

এম.কে
০৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশিদের ভিসা বন্ধে ৫০ শতাংশ পর্যন্ত রাজস্ব হারিয়েছে ভারতের হাসপাতালগুলো

ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

সিলেট সিটির ‘জনবল-যন্ত্র-ট্রাক’ ব্যবহার করে টিলা কাটায় জরিমানা

অনলাইন ডেস্ক