4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশসারাদেশ

ধানের শীষের ১৪ গুণ ভোট পেয়ে বিজয়ী হাবিব

ঢাকা-১৮ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। খবর প্রথম আলোর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে মোট ৫ লাখ ৭৭ হাজার ১১৬ জন ভোটার। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ উপনির্বাচনে ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, এটা বেসরকারি ফলাফল। শুক্রবার সকাল ১১টায় সরকারিভাবে ফল ঘোষণা করা হবে।

ঢাকা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান বলেন, বেসরকারিভাবে মোহাম্মদ হাবিব হাসানকে বিজয়ী ঘোষণা করা হলো। সম্পূর্ণ ভোটগ্রহণ ইভিএমে হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করেছি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা -১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ হাবিব হাসান ও ধানের শীষ প্রতীকে এম জাহাঙ্গীর আলম ছাড়াও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১১৬। এ নির্বাচনে শতকরা ভোটের হার ১৪.১৮ শতাংশ।

১২ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ভাঙল

মেজর সিনহা হত্যা: ১ বছরেও স্পষ্ট হয়নি খুনের মোটিভ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব