12.8 C
London
October 30, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদি দেখতে সুন্দর মানুষ কিন্তু তিনি একজন ঠান্ডা মাথার খুনীঃ ডোনাল্ড ট্রাম্প

এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক অনুষ্ঠানে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের যুদ্ধ, নিজের মধ্যস্থতা প্রচেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

ট্রাম্প দাবি করেন, তিনিই পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ বন্ধ করেছিলেন। তার ভাষায়, “প্রথমে আমি উভয় দেশকে যুদ্ধ থামাতে বলেছিলাম, তারা রাজি হয়নি। আমি বলেছিলাম, যুদ্ধ চালিয়ে গেলে বাণিজ্য চুক্তি বাতিল হবে।”

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আছে। আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।” তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও “একজন অসাধারণ মানুষ” হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, সেই সংঘাতে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং দুই পারমাণবিক দেশ সরাসরি সংঘর্ষের পথে এগিয়ে যাচ্ছিল। “আমি মোদিকে ফোন করে বলেছিলাম, আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন—আমরা এমন অবস্থায় বাণিজ্য চুক্তি করতে পারব না।” ট্রাম্পের দাবি, মোদি তখন তাকে অনুরোধ করেন চুক্তি বজায় রাখার জন্য, কিন্তু তিনি অস্বীকার করেন।

ট্রাম্প বলেন, এরপর তিনি পাকিস্তানকেও একই বার্তা দেন—যুদ্ধ বন্ধ না করলে তাদের সঙ্গেও বাণিজ্য চুক্তি বাতিল হবে। “তারা বলেছিল, ‘আমাদের যুদ্ধ করতে দিন, আমরা শক্তিশালী।’ দুই পক্ষই একই দাবি করছিল।”

মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল নাটকীয় ও বিতর্কিত। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর মানুষ। তাকে দেখে মনে হয় তাকে নিজের বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি একজন খুনি—সে বেশ কঠোর। সে আমাকে বলল, ‘না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়ব।’ তখন আমি ভাবলাম, বাহ! এটা কি সেই মোদি যাকে আমি চিনি?”

ট্রাম্প দাবি করেন, দুই দিন পরই তাকে ফোন করে ভারত ও পাকিস্তান জানায়, তারা যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। “ওটা এক অসাধারণ ঘটনা ছিল,” বলেন ট্রাম্প, “কারণ তখন দু’দেশই যুদ্ধবিমান হারিয়েছে, পারমাণবিক সংঘাতের ঝুঁকি ছিল প্রকট।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য কেবল কূটনৈতিকভাবে বিতর্কিত নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। তার বক্তব্যে একদিকে প্রশংসা, অন্যদিকে কঠোর সমালোচনা—দুই দিকই ফুটে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এম.কে

আরো পড়ুন

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

ধুলোয় মিশে গেছে গাজার অধিকাংশ মসজিদ, ধ্বংসস্তূপে চলছে আজান ও নামাজ