22.7 C
London
July 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নাইজাল ফারাজকে হত্যার হুমকি দেওয়া অভিবাসীর দুঃসাহসিক কান্ডে তোলপাড় যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করা আফগান অভিবাসী মাদা পাশা, যিনি রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজকে হত্যার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করেছিলেন, এখন কারাগারে থেকেও নিয়মিত ভিডিও প্রচার করে যাচ্ছেন।
তথ্যমতে জানা যায়, অভিবাসীর আসল নাম ফায়াজ খান, বয়স ২৬। ব্রিটেনে ঢোকার সময় নিজের যাত্রার ভিডিও পোস্ট করে নাইজাল ফারাজকে হত্যার হুমকি দেন তিনি। সেই ভিডিও ভাইরাল হলে তাকে ‘হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলার বিচার অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।

এখন জানা গেছে, মাদা পাশা লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে বেআইনিভাবে টিকটকে ভিডিও করে যাচ্ছেন।

তার মুখে একটি কালাশনিকভ রাইফেলের ট্যাটু রয়েছে এবং সাম্প্রতিক ভিডিওতে তিনি বারবার আগ্নেয়াস্ত্রের মতো হাতের ইশারা করেছেন বলে জানা গেছে।

এই ভিডিওগুলো সরাতে টিকটককে অনুরোধ করা হয়েছে। প্রিজন সার্ভিস জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করছে এবং কারাগারে ফোন ব্যবহার করার প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, যুক্তরাজ্যে ২০২৫ সালের মধ্যেই ছোট নৌকায় করে আসা অভিবাসীর সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেছে—২০১৮ সালের পর যা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে এই মাইলফলক।

এই ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৃহস্পতিবার এক সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের আপত্তির কারণে স্টারমারের “ওয়ান ইন, ওয়ান আউট” অভিবাসন পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে হোয়াইটহল সূত্রগুলো জানিয়েছে।

নাইজাল ফারাজকে খুনের হুমকি দেওয়া একজন অভিবাসীর এমন দুঃসাহসিকতা এবং কারাগারে থেকেও ভিডিও প্রচারের ঘটনা যুক্তরাজ্যের নিরাপত্তা এবং বিচারব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছে।

সূত্রঃ এক্সপ্রেস

এম.কে
০৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

২ বছরের মধ্যে যুক্তরাজ্যের আকাশে ফ্লাইং ট্যাক্সি উড়তে দেখা যাবে!

সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে না পারায় ক্ষমা চাইলেন প্রিন্সেস অব ওয়েলস

যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের ভোট