5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পদত্যাগের ঘোষণায় যা বললেন বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে  আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিস জনসন।

 

বিবিসির খবরে বলা হয়েছে, সরকার ও দলে নজিরবিহীন চাপে পড়ে পদ  ছাড়লেন তিনি। তবে নতুন নেতা নির্বাচিত করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

 

পদত্যাগ বার্তায় বরিস জনসন বলেন, আপনাদের জানাতে চাই যে— আমি  বিশ্বের সেরা কাজ ছাড়তে যাচ্ছি।

 

পরবর্তী নেতা নির্বাচনের আগ পর্যন্ত জনস্বার্থ পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়া স্বয়ং একটা শিক্ষা। আমি যুক্তরাজ্যের প্রতিটি অংশে সফর করেছি। আমি অসংখ্য মানুষ পেয়েছি যারা পুরাতন সমস্যা নতুন উপায়ে সমাধানে ইচ্ছুক। বিদায় নেওয়ায় উপস্থিত মানুষ করতালি দিয়ে তাকে সমর্থন জানান।

 

বরিস জনসন বলেন, যে অসাধারণ সুযোগ আমাকে দেওয়া হয়েছে তার জন্য যুক্তরাজ্যের মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই।

 

জনসন আরও বলেন, যখন আমরা অনেক কাজ করছি, যখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক অবস্থা শোচনীয়; তখন সরকার পরিবর্তন কিছুটা উদ্ভট।

 

এ সময় তিনি বলেন, সফল না হওয়ার জন্য আমি অনুতপ্ত। অনেক কাজ ও প্রকল্প শেষ হয়নি যা কষ্টকর। তিনি আরও বলেন, রাজনীতিতে কেউই অপরিহার্য নয়। আমাদের ডাউনিং স্ট্রিট নতুন নেতা নির্বাচিত করবে।

 

৭ জুলাই ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

বাই টু লেট টপ স্লাইসিং

নিউজ ডেস্ক

‘ঝুঁকিতে আছেন যুক্তরাজ্যে অবস্থানরত পর্তুগিজরা’

ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান