19.4 C
London
August 14, 2025
TV3 BANGLA
ইউরোপ

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ফাইন গেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন লিও ভারাদকার।

বুধবার ডাবলিনের সরকারি ভবনের বাইরে সাংবাদিকদের ভারাদকার বলেন, আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।

তিন দলীয় জোটের প্রধানের পদ থেকে ভারাদকারের পদত্যাগ স্বয়ংক্রিয়ভাবে দেশটির সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করে না।

লিও ভারাদকার ৬ এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, তার পদত্যাগের কারণ কিছুটা ব্যক্তিগত ও কিছুটা রাজনৈতিক। তবে রাজনৈতিক কারণটিই আসল। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার দল আবারও বিজয়ী হবে।

ভারাদকার আরও বলেন, সাত বছর কাজ করার পর আমি মোটেও এই দায়িত্বের জন্য সেরা মানুষটি নই।

সূত্রঃ বিবিসি

এম.কে
২১ মার্চ ২০২৪

আরো পড়ুন

সব মোবাইল ডিভাইসে ইউএসবি-সি চার্জার চায় ইইউ

অনলাইন ডেস্ক

গোটা ইউরোপকে গ্যাস সংকটে ফেলতে পারে রাশিয়া!

অনলাইন ডেস্ক

রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যক্তিদের দুঃসংবাদ দিল ইইউ