6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া

কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে রাশিয়া। দেশটির সরকারের কোনো কোনো কর্মকর্তা এ ব্যাপারে মস্কোকে পরামর্শ দিচ্ছেন যাতে সরকার এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

সিটিবিটি চুক্তির আওতায় আন্তর্জাতিক অঙ্গনের সব পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

তবে ১৯৯৬ সালে সই হওয়া এই চুক্তি কখনো কার্যকর হয়নি কারণ, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের সরকার এই চুক্তিকে কখনো অনুমোদন দেয়নি।

রাশিয়ার একটি দৈনিক বলছে, এই চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া অনেকটা প্রতীকী হবে। এর মধ্যদিয়ে সিটিবিটি চুক্তির প্রশ্নে রাশিয়া ও আমেরিকার অবস্থান একই হবে। এ ব্যাপারে আলোচনা এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিটিবিটি চুক্তি মাটির নিচে ছাড়া সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেছে।

এ বিষয়টি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ১৯৯৬ সালে এই চুক্তি সইয়ের মধ্য দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করার যে চেষ্টা চালানো হয়েছে তা ব্যর্থ হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের ‘ধ্বংসাত্মক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডকে’ দায়ী করেন তিনি।

এম.কে
০৭ আগস্ট ২০২৩

আরো পড়ুন

জেলেনস্কিকে মায়ের হাতে তৈরি বরফি খাওয়ালেন সুনাক

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত