16.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পশ্চিম লন্ডনে সাইক্লিস্ট মিকির মুখোমুখি মোবাইল চোর, ছুরি ভেবে চাঞ্চল্য

পশ্চিম লন্ডনে ই-বাইক আরোহী দুই সন্দেহভাজন মোবাইল ফোন চোরের মুখোমুখি হয়েছেন পরিচিত সাইক্লিস্ট ও ইউটিউবার সাইক্লিস্ট মিকি, যার আসল নাম মাইকেল ভ্যান এর্প। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার দুটি ভিডিও প্রকাশিত হয়। একটি ধারণ করেছিলেন ই-বাইক আরোহীরা, আরেকটি প্রকাশ করেন ভ্যান এর্প নিজেই। আরোহীদের ভিডিওতে দেখা যায়, তারা ভ্যান এর্পকে চিনতে পেরে চিৎকার করে বলেন, “এটা তো সাইক্লিস্ট মিকি!” এরপর ভ্যান এর্প পকেট থেকে একটি বস্তু বের করেন। আরোহীরা দাবি করে সেটি ছুরি, তবে পরে প্রমাণিত হয় এটি একটি ধারালো কলম।

ঘটনার আগে ভ্যান এর্প গ্রেট ওয়েস্ট রোড, চিসউইকের একটি রাউন্ডঅ্যাবাউট থেকে ওই দুই ই-বাইক আরোহীকে অনুসরণ করেন। তখন তিনি আরেকজন সাইক্লিস্টকে জানান, “ওরা মোবাইল ফোন চোর।” এরপর মুখোমুখি হওয়ার সময় তিনি চোরদের উদ্দেশ্যে বলেন, “আমি তোমাদের শেষ করব” এবং হাতে শার্প কলম নেড়ে দেখান।

ভ্যান এর্প দাবি করেন, ওই সন্দেহভাজনরা একটি ব্যাগ রেললাইন–সংলগ্ন সেতু থেকে নিচে ফেলে দেয়। তিনি পরে কবরস্থানে গিয়ে সেটি খুঁজে দেখেন। ঘটনার পর তিনি পুলিশে ফোন করে বিষয়টি জানান।

ভ্যান এর্প ব্রিটিশ গণমাধ্যম এলবিসি–কে (LBC) বলেন, “আমি কখনও ছুরি বহন করিনি। আমার ভিডিওতেও স্পষ্ট দেখা যায়, এটা শুধু একটি কালো প্লাস্টিকের কলম। আসলে এটা একটি শার্প কলম, যাতে কিছুই ধারালো নেই। তবে কলমই তরবারির চেয়ে শক্তিশালী।”

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, “আমরা জানি চিসউইকের গানের্সবুরি অ্যাভিনিউয়ে সংঘটিত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণঃ গাড়ি তল্লাশিতে নেমেছেন ডাচ নাগরিকেরা, কড়া সমালোচনা জার্মানির

প্রিন্স ফিলিপের সম্মানে যুক্তরাজ্যজুড়ে ‘গানস্যালুট’

অনলাইন ডেস্ক

কর্মীদের অনুপস্থিতির কারণে গ্যাটউইক এয়ারপোর্টে ফ্লাইট সংখ্যা সীমাবদ্ধ করার ঘোষণা