TV3 BANGLA
আন্তর্জাতিক

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরবঃ দ্য টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ পাঁচটি সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের সফল হামলার তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ১২ দিনের যুদ্ধের ফলে ইরান ৪০টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাঁটিতে আঘাতের খবরের বিষয়েও কোনো মন্তব্য করেনি। টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েলি এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৮৪% ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিমান হামলা চলিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
০৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

বাতের ওষুধ হিসেবে বাঘের মূত্র বিক্রি হচ্ছে চীনে

নিউজ ডেস্ক

ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

মুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেফতার