-1.2 C
London
January 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের বিমানবাহিনীর বিপর্যয়

দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। ভারত-পাকিস্তানের মধ্যে হঠাৎ করে উদ্ভূত সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যখন পাকিস্তান সীমান্ত পেরিয়ে একযোগে ভয়াবহ বিমান হামলা চালায় বলে বিভিন্ন সামরিক সূত্রে জানা যাচ্ছে।

বিশ্ব গণমাধ্যম এবং উপগ্রহচিত্র বিশ্লেষণে উঠে এসেছে, পাকিস্তান এয়ারফোর্স (PAF) গত ২৪ ঘণ্টায় অন্তত ৭১টি যুদ্ধবিমান নিয়ে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং রাডার স্থাপনায় সফল হামলা চালিয়েছে। পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার, এফ-১৬ ও মিরাজ-৫ যুদ্ধবিমানগুলো ভারতের ভূখণ্ডে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়। এর পরপরই দ্বিতীয় ধাপে আরও ৭১টি বিমান নতুন করে অভিযানে অংশ নেয়।

ভারতের বহু প্রতীক্ষিত এবং কোটি কোটি রুপি ব্যয়ে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা — যেটি “আয়রন ডোম” নামে পরিচিত নয়, বরং ‘S-400 ট্রায়াম্ফ’ ও ইন্ডিজেনাস আকাশ শিল্ড — এই হামলা ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে। সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনী হামলা প্রতিহত করতে গেলে বহু রাডার ও প্রতিরক্ষা ইউনিট ধ্বংস হয়ে যায়।

এর আগে ভারতের তিনটি রাফাল, একটি মিগ-২৯, এবং একটি সুখোই-৩০ এমকেআই ভূপাতিত হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সূত্রে স্বীকার করা হয়। যদিও ভারত সরকার এই হামলার ব্যাপারে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সামরিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই সুপরিকল্পিত ও ভয়াবহ পাল্টা হামলা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে বিশাল পরিবর্তন আনতে পারে। ভারতীয় মিডিয়া এখন চাপের মুখে, কারণ একদিকে তারা জাতীয়তাবাদের ঢোল বাজাচ্ছে, অন্যদিকে সামরিক ব্যর্থতা ধামাচাপা দিতে হিমশিম খাচ্ছে।

জাতিসংঘ ও চীনসহ কিছু আন্তর্জাতিক শক্তি উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। কিন্তু মাটিতে বাস্তবতা হলো, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি এখন ঘনিয়ে আসছে।

তথ্যসূত্রঃ

Jane’s Defence Weekly

Global Security Satellite Tracker

Pakistani ISPR ও Indian MoD leak রিপোর্ট

এম.কে
০৭ মে ২০২৫

আরো পড়ুন

ইসরায়েলকে সতর্ক করল সৌদিঃ পশ্চিম তীর স্পর্শ করলে সম্পর্ক বিপন্ন

ভারতের প্রতিক্রিয়াঃ এইচ-১বি ভিসার ফি বৃদ্ধিতে সংশ্লিষ্ট ‘পরিবারগুলো বিপর্যস্ত’ হবে

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করল আমেরিকা