22 C
London
August 26, 2025
TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

‘পাওরি হোরি হে!’: ভারত-পাকিস্তানকে একত্র করেছে ৫ সেকেন্ডের ভাইরাল ভিডিও

একটি পাঁচ সেকেন্ডের ভিডিও অসম্ভবকে সম্ভব করেছে। ভারত এবং পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এক করেছে এই ভিডিও।

 

পাকিস্তানের ভিডিও নির্মাতা ডানিয়ের মবিন ৬ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি আপলোড করেছেন। তিনি ধারণা করেননি যে তিনি দুই দেশের ভিতরে রাতারাতি ইন্টারনেট তারকা হয়ে উঠবেন।

 

আপনি প্রশ্ন করতে পারেন ভিডিওটিতে বিশেষ কি আছে যা দুই দেশের মানুষের মন জয় করে নিয়েছে। প্রথমে দেখলে মনে হতে পারে এতে বিশেষ কিছু নেই।

 

https://www.instagram.com/p/CK9JmaXBEtc/?utm_source=ig_web_copy_link

 

 

 

ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক-যুবতী আনন্দ করছে। মেয়েটি ভিডিওতে বলছে, এটি আমাদের গাড়ি, এটি আমরা এবং আমরা এখানে পার্টি করছি।

আপনার উত্তরটি এখানেই রয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দশকের মারাত্মক শত্রুতা। যখন বেশিরভাগ ক্ষেত্রে দুই দেশে মৃত্যুর এবং হতাশার খবর সবসময় আগে প্রকাশিত হয় সেখানে এই ভিডিওর হাশি-খুশি মুখগুলো দুই দেশের মানুষের মন জয় করে নিয়েছে।

 

বিবিসি উর্দুকে ডানিয়ের মবিন বলেন, যখন সারা পৃথিবীতে এত ঝামেলা এবং এত বিভাজন তখন সীমান্ত পেরিয়ে প্রেম ভাগ করে নেওয়ার চেয়ে ভাল আর কি হতে পারে।

 

আমি খুব খুশি যে আমার প্রতিবেশীরা এবং আমি এখন আমার ভিডিওর কারণে একসাথে পার্টি করছি, তিনি ভারতীয়দের উল্লেখ করে বলেন।

 

 

সূত্র: বিবিসি
১৯ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

মহানবীকে নিয়ে মন্তব্যে আরব বিশ্বের ক্ষোভ, বিজেপি নেতা বরখাস্ত

গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নিল সেনাবাহিনী

ভাড়ার কারণে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করলো সিএনজি চালকরা, সিলেটে প্রতিবাদ (ভিডিও)

অনলাইন ডেস্ক