12 C
London
March 4, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

পাসপোর্টে বয়সের গরমিল থাকায় বিপাকে ইতালির অনিবন্ধিত বাংলাদেশিরা

বিভিন্ন কারণে পাসপোর্টে দেয়া বয়সের তথ্য পরিবর্তন করতে চান ইতালিতে আসা অনিয়মিত বাংলাদেশিরা৷ সেই সুযোগ না পাওয়ায় বসবাসের বৈধতা ও কাজের সুযোগ কোনটাই মিলছে না তাদের৷

 

সিসিলির কাম্পোবেলো ডি মাজারার একটি শরণার্থী ক্যাম্পে থাকেন কয়েকজন বাংলাদেশি৷ তাদের একজন মো. সজীব হোসেন, বছরখানেক আগে দ্বীপটিতে এসে পৌঁছান৷

 

বাংলাদেশ থেকে প্রথমে তিনি আসেন দুবাই৷ সেখানে এক সপ্তাহ থেকে চলে যান লিবিয়ায়৷ উত্তর আফ্রিকার দেশটিতে তিনি দুই মাস কাজ করেন বিনা বেতনে৷ তিনি বলেন, ‘‘আমি দুই মাস ছিলাম, আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই৷ আমাকে মেরে ফেলে রেখে যায় ওরা৷ পরে সেখানে বাঙ্গালিরা আমাকে সুস্থ করে তোলে৷ পরে বাড়ি থেকে টাকা এনে আমি সাগরপথে ইতালি আসি৷’’

 

বিপজ্জনক এই যাত্রায় প্রায় দশ লাখ টাকার মতো খরচ করে সজীব এখন আটকে আছেন শরণার্থী ক্যাম্পে৷ অনিয়মিত পথে আসা এই বাংলাদেশি দেশটিতে আশ্রয় আবেদনও করতে পারছেন না৷ তিনি বলেন, ‘‘আমি আসার পথে পাসপোর্ট হারিয়ে ফেলেছি৷ এখানকার কর্তৃপক্ষ আমার কাছে পাসপোর্ট চাইছে৷ কিন্তু আমি কোথা থেকে দিব? বাংলাদেশ দূতাবাস আমাদের পাসপোর্ট দিচ্ছে না৷’’

 

সজীব জানান, তার পাসপোর্টের সঙ্গে জন্ম নিবন্ধনের বয়সের পাঁচ বছরের বেশি গরমিল৷ এখন তিনি বয়স কমিয়ে প্রকৃত বয়স দেখিয়ে পাসপোর্ট করতে চান৷ কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না৷

 

শুধু সজীব নন, ইতালিতে এখন এমন সমস্যায় অনেক অনিয়মিত বাংলাদেশি৷

 

কাম্পোবেলো ডি মাজারায় শরণার্থী ক্যাম্পের আরেক বাসিন্দা মামুন বলেন, ‘‘আমরা কাজ করতে গেলে ডকুমেন্ট লাগে৷ আমাদের কাছে পাসপোর্ট চাইছে কিন্তু পাসপোর্ট দিতে পারছি না৷’’ এই অভিবাসীর পাসপোর্টে বয়সের গরমিল ১১ বছরের৷ তিনি জানান, ১৬-১৭ বছর বয়সে তিনি কাজের জন্য সৌদি আরবে যেতে বয়স বেশি দেখিয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট করেছিলেন৷ সৌদি আরব যেতে না পেরে একসময় তিনি লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান৷ এখন প্রকৃত বয়সের তথ্য দিয়ে পাসপোর্ট করতে চাইলেও তিনি সেটা করতে পারছেন না৷”

 

বাংলাদেশ থেকে আনা জন্মসনদে উল্লেখিত বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেওয়ার দাবিতে সম্প্রতি ইটালির রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভও করেছেন প্রবাসীরা৷

 

২৩ সেপ্টেম্বর ২০২২
সূত্র: ইনফোমাইগ্রেন্টস, ডয়চে ভেলে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইভি উৎপাদনে বড় বিনিয়োগ করবে বিএমডব্লিউ

ইউক্রেন সীমান্তে শরণার্থীরা মানব পাচারকারীদের শিকার!

অনলাইন ডেস্ক

মার্কিন টেক জায়ান্টদের আধিপত্য কমাতে ফেডারেল ট্রেড কমিশনের নতুন প্রধান লিনা খান

অনলাইন ডেস্ক