20.4 C
London
August 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত শিশুকে বাঁচালেন পথচারী নারী

পূর্ব লন্ডনের ড্যাগেনহামে একটি পাঁচ বছরের শিশু ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে চার্চ এলম লেনে ঘটে এ ঘটনা, যা ড্যাগেনহাম হেডওয়ে টিউব স্টেশনের কাছেই অবস্থিত। ঘটনাটির ভিডিও স্থানীয় একটি দোকানের সিসিটিভিতে ধরা পড়ে।

ফুটেজে দেখা যায়, শিশুটি ছাদ থেকে কংক্রিটের ফুটপাতে পড়ে যায়। তখন তার গায়ে ছিল শুধু একটি টি-শার্ট ও শর্টস। শিশুটি পড়ার পরপরই একজন নারী দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন এবং অন্যান্য পথচারীরা অ্যাম্বুলেন্স ডাকার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

ঘটনার পাঁচ মিনিটের মধ্যে প্রথম প্যারামেডিক ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি সেবা দল দ্রুত শিশুটিকে চিকিৎসা দেয় এবং পরে সড়কপথে একটি প্রধান ট্রমা সেন্টারে নিয়ে যায়। এছাড়া, একটি হেলিকপ্টারও ওল্ড ড্যাগেনহাম পার্কে অবতরণ করে জরুরি প্রস্তুতি গ্রহণ করে।

ঘটনার পর চার্চ এলম লেনের টেস্টি কাবাব শপ থেকে চার্চ এলম লেন হেলথ সেন্টার পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। এলাকাটির বেশিরভাগ ভবন দুই থেকে তিনতলা হলেও কিছু ভবনের উচ্চতা সাততলা বা তার বেশি, যেখানে থেকে শিশুটি পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জানান, “আমাদের প্রথম প্যারামেডিক পাঁচ মিনিটেরও কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ট্রমা সেন্টারে নেওয়া হয়।” শিশুর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তার আঘাত প্রাণঘাতী নয় বলে নিশ্চিত করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
০৫ আগস্ট ২০২৫

আরো পড়ুন

কুইনের উত্তরসূরী হিসেবে ব্রিটিশ সিংহাসনে তৃতীয় চার্লস

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় চীন থেকে রেকর্ড সংখ্যক আবেদন

হোম অফিস কর্তৃক আশ্রয়প্রার্থীদেরকে হয়রানি

অনলাইন ডেস্ক