TV3 BANGLA
আন্তর্জাতিক

প্রথম হজ কোটা ফেরত

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সউদী আরবে হজের কোটা ফিরিয়ে দেয়া হলো। সরকারি স্কিমের আট হাজার হজযাত্রীর কোটা ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি স্কিমে কম আবেদন পাওয়ায় হজ কোটা ফেরিয়ে দিতে হয়েছে। হজ কোটা ফেরত না দিলে আবাসন ভাড়া ও অন্যান্য খরচ বাবদ অতিরিক্ত ২৪ মিলিয়ন ডলার খরচ করতে হতো।
সূত্র বলছে, ব্যয়বহুল হজের কারণে পাকিস্তানিরা কম আবেদন জমা দেওয়ায় ফেডারেল মন্ত্রিসভা হজ কোটা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন

ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

নামাজের জায়গা পেতে সংগ্রাম ইটালির মোনফালকোনের মুসলিম অভিবাসীদের

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে দ:কোরিয়া