8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

প্রথম হজ কোটা ফেরত

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সউদী আরবে হজের কোটা ফিরিয়ে দেয়া হলো। সরকারি স্কিমের আট হাজার হজযাত্রীর কোটা ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি স্কিমে কম আবেদন পাওয়ায় হজ কোটা ফেরিয়ে দিতে হয়েছে। হজ কোটা ফেরত না দিলে আবাসন ভাড়া ও অন্যান্য খরচ বাবদ অতিরিক্ত ২৪ মিলিয়ন ডলার খরচ করতে হতো।
সূত্র বলছে, ব্যয়বহুল হজের কারণে পাকিস্তানিরা কম আবেদন জমা দেওয়ায় ফেডারেল মন্ত্রিসভা হজ কোটা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন

রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র

ইটালি এবং ফ্রান্স সীমান্তে সক্রিয় মানবপাচার চক্র

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি!