10.4 C
London
October 27, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

‘প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান’

প্রবাসী নাগরিকরা দেশে আসার পর নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। সে কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

 

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

 

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী নাগরিকদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে বলেছেন, দেশে আসার পর তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। বিদেশ থেকে আসার পর সবাই মনে করে, টাকা-পয়সা নিয়ে এসেছেন। তাই নিরাপত্তার কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান।

 

তিনি আরো বলেন, প্রবাসী নাগরিকরা বিদেশে থেকেই জাতীয় পরিচয়পত্র চান। আমরা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো।

 

ড. মোমেন বলেন, প্রবাসীরা এক কোটি টাকা বন্ড ক্রয়সীমা তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা হলে, তারা বেশি টাকা দেশে পাঠাতে পারবেন।

 

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের শেষে মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রী।

 

২২ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

Legal advice by M Salim | 1 March 2022

এনএইচএসকে সহায়তায় লন্ডনে ২০০ সেনা সদস্য

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে করোনার টিকার জন্য কত দাম দিতে হবে?

নিউজ ডেস্ক