3.2 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রিন্স হ্যারির জন্মে খুশি ছিলেন না বাবা

প্রিন্স হ্যারি যখন জন্মেছিলেন, তখন একেবারেই খুশি হননি রাজা তৃতীয় চার্লস। এক নতুন উদ্ধার হওয়া অডিও টেপে তার স্ত্রী ডায়নাকে এমনই বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছে।

১৯৯৭ সালে এক আকস্মিক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা পরলোকগমন করলেও আজও বাকিংহাম প্যালেসে চার্লসের সাবেক ও মৃত স্ত্রীর অনিবার্য ‘ছায়া’ উপস্থিত। লেডি ডায়নার একটি ছয় ঘণ্টার অতিরিক্ত টেপ পাওয়া গিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। আর সেখানেই এই দাবি করতে দেখা গেছে তাকে। শিগগিরি মুক্তি পাবে একটি তথ্যচিত্র ‘ডায়না : দ্য রেস্ট অফ হার স্টোরি’। সেখানে ওই অডিও শোনা যাবে বলে জানা যায়।

ডায়না জানিয়েছিলেন, ‘জানেন আমরা কেউই খুশি হইনি হ্যারির জন্মের সময়। আসলে আমরা চেয়েছিলাম কন্যাসন্তান হোক।’

উল্লেখ্য, হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এ তিনি তার বাবা চার্লসের ‘বদ রসিকতা’র উল্লেখ করতে গিয়ে উদাহরণ দিয়েছিলেন তার এক উক্তির। তিনি নাকি ছেলেকে বলেছিলেন, ‘কে বলতে পারে আমি তোমার সত্যিকারের বাবা কিনা।’

আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মারা যান ডায়না। কিন্তু এত বছরেও তার ওপর থেকে রহস্যের কুয়াশা সরেনি। এই পরিস্থিতিতে নতুন টেপ ঘিরে শোরগোল। তথ্যচিত্রে বাকিংহাম প্যালেসের আর কোন অজানা দিক উঠে আসে কিনা, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

ডগটরেট ডিগ্রিধারী’ কুকুর

ব্রিটেনের যে ৮টি এলাকায় বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে

অনলাইন ডেস্ক

অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা প্রেরণ কার্যক্রমে বিক্ষোভকারীদের বাধা