4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ফিলিস্তিনিদের পক্ষে স্যোশাল মিডিয়ায় পোস্ট দেয়ায় ডাচ ফুটবলারের চুক্তি বাতিল

শেষ পর্যন্ত আনোয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিল করল জার্মান ক্লাব মেইঞ্জ। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় এই ডাচ ফুটবলারকে অব্যাহতি দিয়েছে জার্মান ক্লাবটি।

শুক্রবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘খেলোয়াড়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট এবং মন্তব্য করেছে, তার প্রতিক্রিয়া অনুযায়ী ক্লাব এ ব্যবস্থা গ্রহণ করেছে।

গত ১৭ অক্টোবর ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রথমবার পোস্ট করেন গাজি। এতে তাকে সতর্ক করা হয় এবং পোস্ট মুছে ফেলেন তিনি। পরবর্তী সময়ে গত বুধবার আবারও পোস্ট করলে তার সঙ্গে চুক্তি বাতিলেরই সিদ্ধান্ত নেয় মেইঞ্জ।

যদিও এই সিদ্ধান্তে মোটেও বিচলিত নন এই ফুটবলার। তিনি ঘোষণা দিয়েছেন, একা হলেও সত্যের পক্ষে দাঁড়াবেন। তিনি বলেছেন, ‘সত্যের পাশে দাঁড়ান। আপনাকে যদি একা লড়তে হয় তবুও।গাজার নিরপরাধ ও বিপন্ন মানুষগুলোর সঙ্গে তুলনা করলে আমার চুক্তি হারানোর ক্ষতি কিছুই নয়।’

পিএসভি থেকে এ মৌসুমেই মেইঞ্জে নাম লেখান গাজি। এর আগে আয়াক্স, লিলে, অ্যাস্টন ভিলা, এভারটনের মতো ক্লাবে খেলেছেন তিনি বলে খবরে জানা যায়।

এম.কে
০৪ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

লন্ডনে পুলিশের ছদ্মবেশে চুরি করতেন এই সিরিয়াল চোর

অনলাইন ডেস্ক

‘অভূতপূর্ব উচ্চতায়’ চীন ও রাশিয়ার সম্পর্ক

যুক্তরাজ্য ও বাংলাদেশসহ ৫ দেশের হজযাত্রীদের জন্য আঙুলের ছাপ বাধ্যতামূলক করল সৌদি

অনলাইন ডেস্ক