7.8 C
London
November 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ফিলিস্তিনের সমর্থনে হ্যাকনি কাউন্সিলের কাউন্সিলারদের লেবার পার্টি হতে পদত্যাগ

যুক্তরাজ্যের হ্যাকনি কাউন্সিলের তিনজন কাউন্সিলর লেবার পার্টি হতে পদত্যাগ করে নিজস্ব স্বাধীন দল গঠনের ঘোষণা দিয়েছেন।

ক্লাডিয়া টারবেট-ডেলফ, পেনি রাউট এবং ফ্লিস প্রিমরু দাবি করেন লেবার পার্টির ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছে। তারা জানান, “জাতীয় নেতৃত্বের স্তরে প্রগতিশীল চিন্তার অনুপস্থিতি” রয়েছে লেবার পার্টিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব করায় এই ত্রয়ীকে দল থেকে সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

স্যোশাল মিডিয়া এক্স -এ পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেন: ” ভালো বিবেকবোধ থাকলে লেবার পার্টি হতে পদত্যাগ করতে হবে কারণ লেবার পার্টিও ইসরায়েলের পক্ষে নীরবে তাদের অবস্থান ধরে রেখেছে। জাতীয়ভাবে গাজায় গণহত্যা কেউ সমর্থন করতে পারে না। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রয়কে সমর্থন করা সম্পূর্ণ অনুচিত। ”

উল্লেখ্য এই ত্রয়ী কাউন্সিলররা হ্যাকনি টাউন হলের বাইরে প্যালেস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সমর্থনে সংবাদ সম্মেলন করবেন বলে ধারনা করা যাচ্ছে। তাদের সম্পূর্ণ সমর্থন তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে বলে ইতোমধ্যে জানিয়েছিলেন।

সূত্রঃ হ্যাকনি সিটিজেন

এম.কে
১৮ মে ২০২৪

আরো পড়ুন

প্রাক্তন বান্ধবীকে হয়রানির দায়ে লন্ডনে এক ব্যক্তির কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রুয়ান্ডা বিল এবং বিভিন্ন ইস্যুতে চাপে পড়েছে কনজারভেটিভ সরকার

জাদুঘরে রাখা নিজের হার্ট দেখতে গেলেন ব্রিটিশ নারী