8.9 C
London
November 17, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী অটল একজন স্বঘোষিত সমকামী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অটল। তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে এ পদের দায়িত্ব গ্রহণ করেছেন।

গ্যাব্রিয়েল অটল ফ্রান্স সরকারের শিক্ষামন্ত্রী ও মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। ৩৪ বছর বয়সে তিনি আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন। এর আগে সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়, ইউরোপীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি সরকারের ব্যাপক রদবদলের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকা প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি পদত্যাগের ঘোষণা দেন। তিনি ২০ মাস ধরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

বর্নির পদত্যাগের ঘোষণার পর প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সি গ্যাব্রিয়েল অটলের নাম ঘোষণা করা হলো। গ্যাব্রিয়েল অটল একজন স্বঘোষিত সমকামী রাজনীতিবিদ।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১০ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি

জাপানের জলসীমায় প্রথমবারের মতো চীনা রণতরীর অনুপ্রবেশ

বিনা খরচে শ্রমিক নিচ্ছে জার্মানি