4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সে গাড়ি থেকে উদ্ধার ৪০ অভিবাসী, চালক আটক

উত্তর ফ্রান্সের পা-দ্য-কালে এলাকায় একটি গাড়ি থেকে ৪০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ গাড়িটির চালককে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে৷

বুধবার ১৭ জানুয়ারি দিবাগত রাতে উত্তর ফ্রান্সের ভিমুর এলাকার ডি-২৩৭ সড়ক থেকে অভিবাসীদের নিয়ে আসা গাড়িটিকে আটক করা হয় বলে জানায় স্থানীয় প্রশাসন৷

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অভিবাসীরা সম্ভবত উপকূল থেকে নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন৷

পা-দ্য-কালে অঞ্চলের পুলিশ জানায়, ‘‘গাড়ির চালককে একজন মানব পাচারকারী হিসেবে সন্দেহ করা হয়েছে৷ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে৷’’

এ ঘটনায় অভিবাসীদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে একটি বিচারিক তদন্ত চালু করা হয়েছে৷ ভিমুরু উপকূলে আলোচিত নৌকাডুবিতে পাঁচ ব্যক্তি মারা যাওয়ার ঘটনার ঠিক চারদিন পর অনিয়মিত অভিবাসীদের এই নতুন দলটির সন্ধান পেল কর্তৃপক্ষ৷

শনিবার ১৪ জানুয়ারি নিহত পাঁচ জনের মধ্যে ১৪ ও ১৬ বছর বয়সি দুই সিরিয় কিশোর রয়েছেন বলে সর্বশেষ পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে৷

প্রায় তিন বছর ধরে চ্যানেলজুড়ে অনিয়মিত পারাপার বেড়ে যাওয়ায় ফ্রান্স এবং যুক্তরাজ্য প্রতিরোধ ব্যবস্থাও বাড়িয়েছে৷ উপকূলে টহল বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালের মার্চে দুই দেশ আরেকটি চুক্তি সই করেছে৷

২০২৩ সালে ইংলিশ উপকূলে পৌঁছানো লোকের সংখ্যা কমলেও অভিবাসীদের ইচ্ছা অটুট থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা৷

ফ্রান্সের উত্তর উপকূল থেকে অনিয়মিত অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ঠেকাতে চলতি মাসে একটি নতুন ভাসমান বাঁধ স্থাপন করেছে স্থানীয় ফরাসি কর্তৃপক্ষ৷

নতুন বাঁধটি স্থাপন করা হয়েছে উত্তর ফ্রান্সের অথি নদীতে৷ যেখান থেকে নদীটি ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে অবস্থিত সমুদ্রে মিশে গেছে৷ এই ব্যবস্থার মাধ্যমে ফরাসি কর্তৃপক্ষ উপকূল থেকে ছোট ‘ট্যাক্সি-বোট’-এর যাত্রা ঠেকানোর আশা করছে৷ ২০০ মিটার দীর্ঘ নদীতে ভাসমান এই বাঁধটি মাদেলন বন্দরের উজানে দেয়া হয়েছে বলে জানা যায়৷

সম্প্রতি ব্রিটিশ হোম অফিস সুত্রে বলা হয়েছে, গত বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছেছেন ৩০ হাজার অভিবাসী৷ ২০২২ সালে সংখ্যাটি ছিল ৪৫ হাজার৷

এম.কে
১৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

খেতে গিয়ে জ্যান্ত অক্টোপাস আটকে গেল গলায়, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু বৃদ্ধের

কোরআনের আয়াত শেখানোয় মা-সন্তানের কারাদণ্ড

‘আমি ফিলিস্তিন সরকারের অধীনে থাকতে চাই না’: নুসির ইয়াসিন

নিউজ ডেস্ক