6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সে গাড়ি থেকে উদ্ধার ৪০ অভিবাসী, চালক আটক

উত্তর ফ্রান্সের পা-দ্য-কালে এলাকায় একটি গাড়ি থেকে ৪০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ গাড়িটির চালককে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে৷

বুধবার ১৭ জানুয়ারি দিবাগত রাতে উত্তর ফ্রান্সের ভিমুর এলাকার ডি-২৩৭ সড়ক থেকে অভিবাসীদের নিয়ে আসা গাড়িটিকে আটক করা হয় বলে জানায় স্থানীয় প্রশাসন৷

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অভিবাসীরা সম্ভবত উপকূল থেকে নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন৷

পা-দ্য-কালে অঞ্চলের পুলিশ জানায়, ‘‘গাড়ির চালককে একজন মানব পাচারকারী হিসেবে সন্দেহ করা হয়েছে৷ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে৷’’

এ ঘটনায় অভিবাসীদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে একটি বিচারিক তদন্ত চালু করা হয়েছে৷ ভিমুরু উপকূলে আলোচিত নৌকাডুবিতে পাঁচ ব্যক্তি মারা যাওয়ার ঘটনার ঠিক চারদিন পর অনিয়মিত অভিবাসীদের এই নতুন দলটির সন্ধান পেল কর্তৃপক্ষ৷

শনিবার ১৪ জানুয়ারি নিহত পাঁচ জনের মধ্যে ১৪ ও ১৬ বছর বয়সি দুই সিরিয় কিশোর রয়েছেন বলে সর্বশেষ পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে৷

প্রায় তিন বছর ধরে চ্যানেলজুড়ে অনিয়মিত পারাপার বেড়ে যাওয়ায় ফ্রান্স এবং যুক্তরাজ্য প্রতিরোধ ব্যবস্থাও বাড়িয়েছে৷ উপকূলে টহল বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালের মার্চে দুই দেশ আরেকটি চুক্তি সই করেছে৷

২০২৩ সালে ইংলিশ উপকূলে পৌঁছানো লোকের সংখ্যা কমলেও অভিবাসীদের ইচ্ছা অটুট থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা৷

ফ্রান্সের উত্তর উপকূল থেকে অনিয়মিত অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ঠেকাতে চলতি মাসে একটি নতুন ভাসমান বাঁধ স্থাপন করেছে স্থানীয় ফরাসি কর্তৃপক্ষ৷

নতুন বাঁধটি স্থাপন করা হয়েছে উত্তর ফ্রান্সের অথি নদীতে৷ যেখান থেকে নদীটি ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে অবস্থিত সমুদ্রে মিশে গেছে৷ এই ব্যবস্থার মাধ্যমে ফরাসি কর্তৃপক্ষ উপকূল থেকে ছোট ‘ট্যাক্সি-বোট’-এর যাত্রা ঠেকানোর আশা করছে৷ ২০০ মিটার দীর্ঘ নদীতে ভাসমান এই বাঁধটি মাদেলন বন্দরের উজানে দেয়া হয়েছে বলে জানা যায়৷

সম্প্রতি ব্রিটিশ হোম অফিস সুত্রে বলা হয়েছে, গত বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছেছেন ৩০ হাজার অভিবাসী৷ ২০২২ সালে সংখ্যাটি ছিল ৪৫ হাজার৷

এম.কে
১৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ভিসা ছাড়াই যে ১৫৫ দেশে যেতে পারবেন ব্রিটিশ নাগরিকেরা

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরবের সব ভিসা মিলবে এক প্ল্যাটফর্মে

হিজাব পরার পরও যে কারণে গ্রেপ্তার হচ্ছেন আফগান নারীরা