5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বছরে দুইবার বেতন বাড়াচ্ছে পোল্যান্ড

বছরে দুইবার বেতন বাড়াচ্ছে পোল্যান্ড সরকার। চলতি বছরের জানুয়ারিতে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩ হাজার ৪৯০ জলোটি করা হয়েছে। আগামী জুলাইতে আবার বাড়িয়ে ৩ হাজার ৬০০ জলোটি করা হবে।

আজ শনিবার দেশটির পরিবার ও সামাজিক নীতিমন্ত্রী মারলেনা মালাগ এ তথ্য জানান।

 

 

 

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিএমপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতিমন্ত্রী মালাগ বলেন, ‘আগামী বছর ন্যূনতম মজুরি ৪ হাজার ২০০ জলোটির উপরে হবে। দুই ধাপে এই মজুরি বাড়ানো হবে। প্রথম ১ জানুয়ারি, দ্বিতীয়বার ১ জুলাই। চলতি বছরও একই পদ্ধতিতে বাড়ানো হয়েছে এবং হবে।

পোল্যান্ডে সাম্প্রতিক মাসগুলোতে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ দশমিক ৪ শতাংশে পৌঁছায়। যদিও এপ্রিলে এই হার কমে দাঁড়ায় ১৪ দশমিক ৭ শতাংশে। এ অবস্থায় ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টিকে এই বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে হবে।

 

আরো পড়ুন

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি

চীনের পর রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা

অক্সফোর্ডের রিচ স্কলারশিপ, মাসিক বৃত্তি, বিমান টিকিটসহ আছে নানা সুবিধা

নিউজ ডেস্ক