6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা ঋণ অনুমোদন দিলো বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।

 

বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের সদর দফতার এ ঋণ ঘোষণা করে।

 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে এই ঋণ।

 

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। একইসঙ্গে ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখবে ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।

 

৭ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

মেধাবীদের জন্য ব্রিটেনের ইমিগ্রেশনে ‘ফাস্ট-ট্র্যাক’ পদ্ধতি

বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

অভিবাসন প্রত্যাশী ১০ সহস্রাধিক মানুষের কাফেলা এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে